• প্রীতি ম্যাচ
  • " />

     

    ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ : কবে, কখন?

    ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ : কবে, কখন?    

    এ বছর জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালের পর আবার মুখোমুখি ফুটবলের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। অবশ্য এবার প্রীতি ম্যাচ। তবে এই দুই দলের প্রীতি ম্যাচও উত্তেজনা ছড়ায়। কোপার পর নিষেধাজ্ঞা কাটিয়ে তাই এই ম্যাচের জন্যই আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। ব্রাজিল অবশ্য কোপার সেমিফাইনালের মতোই নেইমারকে দলে পাচ্ছে না। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ইনজুরির কারণে স্কোয়াডে রাখেননি তিতে। 

    ১৫ নভেম্বর সৌদি আরবে একে অপরের বিপক্ষে খেলবে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুইদলের শেষ ম্যাচে ব্জিতেছিল ব্রাজিল। আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে পরে শিরোপা নিজেদের করে নিয়েছিলেন ফিলিপ কুতিনিয়োরা। 

    এই ম্যাচের পর আরও একটি করে প্রীতি ম্যাচ খেলবে দুইদল। ইসরায়েলে লাতিন আমেরিকার আরেক প্রতিপক্ষ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আবু ধাবিতে হবে ব্রাজিলের ম্যাচটি।   



     


    আর্জেন্টিনা স্কোয়াড


    গোলরক্ষক 
    আগুস্তিন মারচেসিন (পোর্তো), হুয়ান মুসো(উদিনেসে), এমিলিয়ানো মার্টিনেজ (আর্সেনাল), এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স) 

    ডিফেন্ডার 
    হুয়ান ফয়েথ (টটেনহাম), রেনজো সারাভিয়া (পোর্তো), নিকোলাস ওটামেন্ডি (ম্যান সিটি), জার্মান পাজ্জেলা (ফিওরেন্টিনা), ওয়াল্টার কানেমান (গ্রেমিও) , নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নেহুয়েন পেরেজ (ফামালিকো)

    মিডফিল্ডার

    জিওভান্নি লো সেলসো (টটেনহাম), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), নিকোলাস ডমিনগুয়েজ (ভেলেজ সার্সফিল্ড), রদ্রিগো দে পল (উদিনেসে), মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন), লুকাস ওকাম্পোস (সেভিয়া), গুইদো রদ্রিগেজ (ক্লা আমেরিকা) 

    ফরোয়ার্ড

    লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), নিকোলাস গনজালেজ (স্টুটগার্ট), লুকাস আলারিও (লেভারকুসেন), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), পাউলো দিবালা (জুভেন্টাস) 


    ব্রাজিল স্কোয়াড 


    গোলরক্ষক 
    অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), দানিয়েল ফুহাতো (এএস রোমা)

    ডিফেন্ডার 

    থিয়াগো সিলভা (প্যারিস সেইন্ট জার্মেই), মার্কিনিয়োস (প্যারিস সেইন্ট জার্মেই), দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), এমারসন (রিয়াল বেটিস)

    মিডফিল্ডার 

    আর্থার মেলো (বার্সেলোনা), ফাবিনহো (লিভারপুল), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), লুকাস পাকেতা (এসি মিলান), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ফিলিপে কুতিনিয়ো (বায়ার্ন মিউনিখ)

    ফরোয়ার্ড 

    রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), উইলিয়ান (চেলসি), ডেভিড নেরেস (আয়াক্স)