• প্রীতি ম্যাচ
  • " />

     

    'মেসি থাকলেও আর্জেন্টিনাকে নিয়ে দুশ্চিন্তা করছে না ব্রাজিল'

    'মেসি থাকলেও আর্জেন্টিনাকে নিয়ে দুশ্চিন্তা করছে না ব্রাজিল'    

    কনমিবলের দেওয়া নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে ফেরায় অপেক্ষায় আছেন লিওনেল মেসি। সৌদি আরবের বিপক্ষে আগামী শুক্রবার প্রীতি ম্যাচ দিয়েই ফেরার কথা আর্জেন্টাইন অধিনায়কের। এরপরই ব্রাজিলের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা বলছেন, মেসি ফিরলেও ব্রাজিলের কোনো দুশ্চিন্তা নেই। 

    ইনজুরির কারণে ব্রাজিল স্কোয়াডে নেই নেইমার। দলের সবচেয়ে বড় তারকা না থাকলেও মেসির আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে কোনো বাড়তি চিন্তায় নেই সিলভা, ‘মেসি থাকায় আমাদের কোনো দুশ্চিন্তা নেই। বরং তার বিপক্ষে খেলতে পেরেই আমরা গর্বিত। আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা মেসি, তিনি সেদিন খেলবেন। কিন্তু আমাদের বড় তারকা নেইমার ইনজুরিতে। তবে ব্রাজিল নেইমারকে ছাড়াও ভালো খেলে, সেটা আমরা কোপা আমেরিকা জিতেই প্রমাণ করেছি।’ 

    ‘সুপার ক্লাসিকোতে’ জয়ের সম্ভাবনা কার বেশি? সিলভা জানালেন, দুই দলের লড়াইটা হাড্ডাহাড্ডিই হবে, ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ সবসময়ই জমজমাট হয়। দুই দলেরই জয়ের সমান সুযোগ আছে। আশা করি আমরা তাদের চেয়ে বেশি অনুপ্রেরণা পাবো মাঠে।’ 

    এদিকে উইলিয়ান বলছেন, আগে যেভাবে মেসির মোকাবেলা করেছেন তারা, এবারও একইভাবে পরিকল্পনা সাজাবে ব্রাজিল, ‘মেসি অবিশ্বাস্য ফুটবলার, তার তুলনা হয় না, তিনি বিশ্বের সেরা। আমরা আগেও আর্জেন্টিনার মুখোমুখি হয়েছি। মেসির দিকে নজরটা সবসময়ই বেশি থাকে। তাকে খুব বেশি জায়গা দেওয়া যাবে না। তার আশেপাশে আমাদের যেই থাকুক না কেনো, মেসিকে আটকে রাখার সর্বোচ্চ চেষ্টাই করবে।’