• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    অশ্বিন-জাদেজাদের সামলানো নিয়েই বেশি ভাবছেন মিঠুন

    অশ্বিন-জাদেজাদের সামলানো নিয়েই বেশি ভাবছেন মিঠুন    

    সাম্প্রতিক সময়ে ভারতের পেস আক্রমণই প্রতিপক্ষের দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজেও মোহাম্মদ শামিরা গতির ঝড় তুলতে প্রস্তুত। তবে বাংলাদেশ ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের চিন্তায় অবশ্য ভারতীয় স্পিনাররা। গতকাল অনুশীলন সেশনের পর সংবাদ সম্মেলনে মিঠুন বলছেন, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাদের সামলানো নিয়েই ভাবছেন তারা।  

    ভারতের মাটিতে তাদের স্পিনারদের সামলানোর জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, জানিয়েছেন মিঠুন, ‘আমরা সবাই তাদের বোলিংয়ের শক্তিটা জানি। ব্যাটিং সহায়ক পিচে প্রথম দুইদিনে কীভাবে তাদের স্পিনারদের সামলানো যায় সেটা নিয়ে কাজ করছি। এরপর যখন পিচে স্পিন ধরবে তখন আমরা স্পিনারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করব। কিছু কৌশল নিয়েও কাজ হচ্ছে নিল ম্যাকেঞ্জির সাথে। সেসব নাহয় ড্রেসিংরুমের মাঝেই থাকুক!’ 

    নেটে মুমিনুলকে কি বুঝাচ্ছেন ম্যাকেঞ্জি? 

     

    ভারতের দুর্বলতা না খুঁজে নিজেদের শক্তি নিয়েই বেশি ভাবতে চান মিঠুন, ‘আমরা আসলে তাদের দুর্বলতা নিয়ে না ভেবে নিজেদের শক্তি নিয়ে ভাবছি। সাম্প্রতিক সময়ে কোনো দলই ভারতের মাটিতে সাফল্য পায়নি। আমরা ভালো কিছু করার আশায় আছি। অবশ্যই এটা সহজ কাজ হবে না। ভারতের যে পাঁচজন বোলার আছে তাদের সামলানো কঠিন হবে।’ 

    ভারতের ২০ উইকেট তুলে নেওয়ার ব্যাপারেও আশাবাদী মিঠুন, ‘যেকোনো ব্যাটসম্যানই যেকোনো সময়ে আউট হতে পারেন। আমরা যদি ভালো বোলিং করি তাহলে অবশ্য ২০ উইকেট নিতে পারব। ভারতের বিপক্ষে অতীতে আমাদের কেউ গোনাতেই ধরেনি। ঘরের মাটিতে ভারতকে টি-টোয়েন্টিতে হারিয়ে দেবো সেটাও ভাবেনি। কিন্তু আমাদের দলের মাঝে আত্মবিশ্বাসটা ছিল। নাগপুরে সিরিজ জিততে না পেরে আমরা হতাশ। ইন্দোরে ভালো কিছু করার আশায় আছি।’