• আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    নখ দিয়ে বল আঁচড়ে চার ম্যাচ নিষিদ্ধ পুরান

    নখ দিয়ে বল আঁচড়ে চার ম্যাচ নিষিদ্ধ পুরান    

     

    মাত্রই ওয়ানডেতে আফগানিস্তানকে ধবলধোলাই করেছে ওয়েস্ট ইন্ডিজ। সামনে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে ক্যারিবিয়দের বড় ভরসা হওয়ার কথা ছিল নিকোলাস পুরানের। কিন্তু সেটা আর হচ্ছে না, তৃতীয় ওয়ানডেতে বলের ‘কন্ডিশন’ বদলে ফেলার জন্য চারটি টি-টোয়েন্টি মিস করবেন পুরান। একই সঙ্গে চারটি ডিমেরিট পয়েন্টও যোগ হচ্ছে নামের সঙ্গে।

    ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচের তৃতীয় ওয়ানডেতেই হয়েছে এই ঘটনা। ভিডিওতে দেখা গেছে, হাতের নখ দিয়ে বলের ওপরের দিকে আঁচড় কাটছেন পুরান। আইসিসির নিয়ম অনুযায়ী কাজটা অবৈধ ও শাস্তিযোগ্য। সেজন্য পাঁচটি ডিমেরিট পয়েন্টের পাশাপাশি চার ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছে পুরানকে।

    পুরান অবশ্য ঘটনার পর ম্যাচ রেফারির কাছে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। সেজন্য আনুষ্ঠানিক কোনো শুনানিরও দরকার হয়নি। পরে সতীর্থ, সমর্থক ও আফগানিস্তান দলের কাছেও ক্ষমা চেয়েছেন। স্বীকার করেছেন, বড় একটা ভুল করে ফেলেছেন এবং সেটার জন্য শাস্তিও তার পাওনা।