• " />

     

    ১৫ বছর পর আর্জেন্টিনায় ফিরছেন মাসচেরানো

    ১৫ বছর পর আর্জেন্টিনায় ফিরছেন মাসচেরানো    

    হেইবে ফরচুন থেকে আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেসে যোগ দিচ্ছেন হাভিয়ের মাসচেরানো। ৩৫ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে এস্তুদিয়ান্তেস। ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে খবর। প্রেসিডেন্ট হুয়ান সেবাস্তিয়ান ভেরন চীনে গিয়ে মাসচেরানোর সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। 

    সাবেক বার্সেলোনা ও লিভারপুল মিডফিল্ডার ২০১৮ সালের শুরু থেকে খেলছিলেন চীনের ক্লাবের হয়ে। দুই মৌসুম কাটিয়ে এবার ১৫ বছর ফিরছেন আর্জেন্টিনায়। ২০০৫ সালে সবশেষ নিজ দেশের হয়ে ক্লাব ফুটবল খেলেছিলেন মাসচেরানো। রিভারপ্লেট থেকে পরে যোগ দিয়েছিলেন ব্রাজিলের ক্লাব করিন্থিয়াসে। ২০০৬ এর গ্রীষ্মে এর পর ওয়েস্টহামে যোগ দেন আর্জেন্টাইন মিডফিল্ডার। সেখানে ছয় মাস কাটিয়ে প্রায় আড়াই বছর খেলেন লিভারপুলের হয়ে।  

    ২০১০ সালে লিভারপুল থেকে মাসচেরানো পাড়ি জমান বার্সেলোনায়। ব্লগ্রানাদের হয়ে  এসময়ে ৩৩৪ ম্যাচ খেলে মোট ১৮টি শিরোপা জেতেন মাসচেরানো। এর ভেতর লা লিগা জিতেছিলেন চারবার, আর চ্যাম্পিয়নস লিগ দুইবার।