• " />

     

    গাভাস্কারের 'গোলাপী' টোটকা

    গাভাস্কারের 'গোলাপী' টোটকা    

    উইকেট ফ্ল্যাট হচ্ছে, চওড়া হচ্ছে ব্যাট। ফিল্ডিং-সীমাবদ্ধতার নতুন সব নিয়মও সাহায্যই করছে ব্যাটসম্যানদের। হারিয়ে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটে ব্যাট বলের ভারসাম্য, যা ফিরিয়ে আনতে অনেক দিন থেকেই উচ্চকিত অনেকেই। এবার সুনীল গাভাস্কার ‘দোষ’ দিচ্ছেন সাদা বলকে, তাঁর কাছে এটা ‘কিছুই করে না’ এমন বল!

    পার্থে দুদিন আগেই অস্ট্রেলিয়া ও ভারতের ম্যাচে উঠেছে ৬২০ রান, উইকেট পড়েছে মাত্র আটটি। ভারতীয় কিংবদন্তি বলছেন, সাদা বল কোনোমতেই সাহায্য করছে না বোলারদের। বোলারদের ‘প্রাণ’ ফিরিয়ে আনতে উপায়ও বাতলেছেন গাভাস্কার, ‘গোলাপী বলের যে সাফল্য, তাতে এটি সীমিত ওভারেও ব্যবহার করা যায়, ব্যাট বলের ভারসাম্য ফিরিয়ে আনতে। এটা আকর্ষনীয়ই হবে।’

    তবে শুরুতেই আন্তর্জাতিকে নয়, সাবেক ভারতীয় অধিনায়ক গোলাপী বলকে আগে পরখ করে নিতে বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে আগে এটা করে দেখতে হবে। আইপিএলেও কয়েকটা ম্যাচ গোলাপী বলে আয়োজন করা যেতে পারে। দেখা যেতে পারে, ব্যাপারটা কেমন হয়!’

     

     

    তবে সাদা বল বোলারদের জন্য কিছুই দেয় না, উত্তরসূরির এমন কথা নাকচ করে দিয়েছেন পার্থেই ১৭১ রান করা রোহিত শর্মা। দুই দিক থেকে নতুন দুই বলের ব্যবহার ব্যাটসম্যানদের জন্য জীবন কঠিন করে দিয়েছে বলেই ধারণা তাঁর!

    রোহিতের এই জীবন কঠিন করে দেয়ার ব্যাপারটা অবশ্য ‘শর্তসাপেক্ষ’, ‘দুইটি নতুন বলে খেলা ব্যাটসম্যানদের জন্য রীতিমতো বিভিষীকা, যখন কন্ডিশন ব্যাটসম্যানদের বিপক্ষে যায়। যখন মেঘলা আবহাওয়ায় বল সুইং করে অনেক বেশী। সিম মুভমেন্টও খুব বেশী হয়!’

    রোহিতের এই শর্তটাই অবশ্য ওয়ানডে ক্রিকেট পূরণ করতে পারছে না খুব একটা। পারবে কী করে, আবহাওয়ার ওপর হাত আছেই বা কার! আর দ্বিতীয় ওয়ানডেতেও রোহিত ‘বিভিষীকা’র মুখোমুখি হবেন না বলেই ধারণা, ব্রিসবেনের আকাশও যে পরিষ্কার থাকবে বলেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে!

    ব্যাট-বলের ভারসাম্য ফিরিয়ে আনতে তবে কি ওয়ানডে ক্রিকেটকেও যেতে হবে ‘গোলাপী যুগ’-এই!