• ফুটবল, অন্যান্য
  • " />

     

    র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পেছাল বাংলাদেশ

    র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পেছাল বাংলাদেশ    

    ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। নভেম্বর ২৮-এ ফিফার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে জেমি ডে-র দলের অবস্থান ১৮৪ থেকে নেমে হয়েছে ১৮৭। ওমানের কাছে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে হারের কারণে এই অবনমন বাংলাদেশের। গত এক মাসে এই এক ম্যাচই খেলেছিলেন জামাল ভূঁইয়ারা।

     

     

    আফগানিস্তানের সাথে ড্র এবং ওমানের কাছে হারের কারণে বাংলাদেশের মত অবনমন হয়েছে ভারতেরও। ১০৪ থেকে ১০৬-এ নেমে গেছে তারা। এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে ওপরে আছে জাপান (২৮)। শীর্ষ দশে পরিবর্তন আছে কেবল একটি। ক্রোয়েশিয়া উঠে এসেছে ৬-এ, ৭-এ নেমে গেছে পর্তুগাল। ব্রাজিল (৩), আর্জেন্টিনা (৯) আছে আগের মতই। সবার ওপরে আছে বেলজিয়াম, দুইয়ে আছে ফ্রান্স।