• কোপা আমেরিকা
  • " />

     

    কোপার গ্রুপে চিলি, উরুগুয়েকে পেল আর্জেন্টিনা

    কোপার গ্রুপে চিলি, উরুগুয়েকে পেল আর্জেন্টিনা    

    ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকায় আর্জেন্টিনার দুঃখ হয়ে ছিল চিলি, দুবারই তাদের কাছে হারতে হয়েছে ফাইনালে। এ বছরের শেষ ম্যাচও ছিল চিলির সাথে। সেই চিলির বিপক্ষে ম্যাচ দিয়েই সামনের বছরের কোপা আমেরিকা অভিযান শুরু হচ্ছে আর্জেন্টিনার। এ গ্রুপে আর্জেন্টিনা-চিলি ছাড়া আছে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, বলিভিয়া ও উরুগুয়ে।

    ভৌগোলিক কারণে এবার ড্রতে কে কোন দলে পড়বে সেটা একরকম ঠিক ছিল। ব্রাজিলের গ্রুপে যেরকম আছে ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও কাতার। প্রতিটা গ্রুপে দলগুলো নিজেরা একে অন্যের বিপক্ষে খেলবে। চারটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে, সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল।

    ১২ জুন আর্জেন্টিনা খেলবে প্রথম ম্যাচ। আর ৩০ জুন খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ব্রাজিল ১৪ জুন গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ভেনেজুয়েলার সাথে। আর ১ জুলাই শেষ ম্যাচ খেলবে ইকুয়েডরের সঙ্গে। ফাইনাল হবে ১২ জুলাই।  

    আর্জেন্টিনার শুরুটা হবে নিজেদের মাঠ বুয়েনস এইরেসে মনুমেন্টাল স্টেডিয়ামে। খেলা হবে কলম্বিয়ায়ও, ফাইনালও হবে সেখানে।

     

    গ্রুপ এ : আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, অস্ট্রেলিয়া

    গ্রুপ বি: ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু , কাতার