• এসএ গেমস ২০১৯
  • " />

     

    আর্চারি থেকেই এলো ছয়টি সোনা

    আর্চারি থেকেই এলো ছয়টি সোনা    

    কাল পর্যন্ত এবারের এসএ গেমসে বাংলাদেশ সোনা জিতেছিল সাতটি। আজ এক আর্চারি থেকেই ছয়টি সোনা পেল বাংলাদেশ। আর্চারিতে আজ যে ছয়টি সোনার লড়াইয়ের নিষ্পত্তি হয়েছে, তার ছয়টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। 

    সকালের শুরুটা হয়েছিল ছেলেদের দলীয় রিকার্ভে শ্রীলংকাকে হারিয়ে সোনা জিতে। রুমান সানা, তামিমুল ইসলাম ও রুবেল হাকিম লড়েছেন এই ইভেন্টে। এরপর মেয়েদের দলীয় রিকার্ভেও বিউটি রায়, ইতি খাতুন ও মেহনাজ আক্তারের হাত ধরে শ্রীলংকাকে হারিয়ে আসে সোনা। আর মিশ্র রিকার্ভে রুমান সানা  ও ইতি খাতুন এনে দিয়েছেন সোনা, এখানে দ্বিতীয় হয়েছে ভুটান। 

    কম্পাউন্ড বিভাগে মোহাম্মদ আসাদুজ্জামান, অসীম কুমার দাস ও মোহাম্মদ সোহেল এনে দিয়েছেন সোনা। কম্পাউন্ডের মেয়েদের দিভাগে শ্রীলংকাকে হারিয়ে সোনা এনে দিয়েছেন সুস্মিতা বণিক, শ্যামলী রায় ও সোমা বিশ্বাস। আর মিশ্র কম্পাউন্ডে সোহেল রানা ও সুস্মিতা বণিক এনে দিয়েছেন সোনা।

    কাল ব্যক্তিগত আর্চারিতে আরও চারটি সোনার জন্য লড়বে বাংলাদেশ।