• আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
  • " />

     

    টালমাটালের পর 'আফগান মাফিয়াদের' মুখোশ খুলে ফেলার হুমকি দিলেন নাইব

    টালমাটালের পর 'আফগান মাফিয়াদের' মুখোশ খুলে ফেলার হুমকি দিলেন নাইব    

    আফগানস্তান ক্রিকেটের নাটক হার মানাবে আসলে অস্কারজয়ী চলচ্চিত্রকেও। বিশ্বকাপের আগে যে আসগর আফগানকে অনেক কাহিনির পর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, তাকেই আবার কাল করা হয়েছে অধিনায়ক। এই বছরেই তিনবার অধিনায়কত্ব বদল হয়েছে আফগানিস্তানে। এসব দেখে ক্ষুব্ধ সাবেক হয়ে যাওয়া অধিনায়ক গুলবিদিন নাইব হুমকি দিয়েছেন, এসবের পেছনে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচন করে দেবেন।

    অনেক দিন ধরেই তিন ফরম্যাটে আফগানদের অধিনায়ক ছিলেন আসগর আফগান। কিন্তু বিশ্বকাপের আগে অধিনায়কত্ব হারান সব ফরম্যাটে। ইংল্যান্ড বিশ্বকাপে টস করতে নামেন নাইব, রহমত শাহ হয়েছিলেন টেস্ট অধিনায়ক আর রশিদ খান টি-টোয়েন্টির। কিন্তু বিশ্বকাপের পর নাইব আর রহমতকে সরিয়ে তিন ফরম্যাটে অধিনায়ক করা হয় রশিদকে। এখন আবার রশিদকে সরিয়ে ফিরিয়ে আনা হয়েছে আফগানকে।

    এসব দেখে কাল নাইব ক্ষুব্ধ হয়ে টুইট করেছেন, ‘অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল কেন এই মাফিয়া চক্রের বিরুদ্ধে আমি আগে কথা বলিনি। আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই চক্রকে সরিয়ে দেওয়া হবে। বলা হয়েছিল ক্রিকেটে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। এই চক্রের সাথে সরকারের কিছু শীর্ষ কর্তারও যোগসজাজশ আছে। তারা বোর্ডের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে। কেউ কেউ তো এমনও বলেছে আমার অধিনায়কত্বের জন্যই নাকি বিশ্বকাপে ওরা পারফর্ম করতে পারেনি।’

    নাইব হুমকি দিয়েছেন জড়িত প্রত্যেকের নাম ফাঁস করে দেওয়ার, ‘আমি প্রকাশ্যে বলছি, যদি কর্তৃপক্ষ শিগগির কোনো ব্যবস্থা না নেয় আমি এইমাফিয়া চক্রের সঙ্গে যুক্ত বোর্ড সদস্য, কর্মকর্তা, খেলোয়াড়, সাবেক খেলোয়াড় থেকে সবার নাম ধরে ধরে ফাঁস করে দেব। বোর্ডের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আফগান ক্রিকেটের ভালোর জন্যই এটা চাইছি আমি।’