• অন্যান্য খবর
  • " />

     

    এক বছরে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ উন্নতি বাংলাদেশের

    এক বছরে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ উন্নতি বাংলাদেশের    

    টানা দ্বিতীয়বারের মত ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করল বেলজিয়াম। গত বছর রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর প্রথমবারের মত র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল তারা। বছরের হিসেবে উন্নতি হয়েছে বাংলাদেশেরও। ২০১৮-তে বাংলাদেশের র‍্যাঙ্কিং ছিল ১৯২তম, এবার বছরশেষে পাঁচ ধাপ এগিয়ে ১৮৭-তে উঠে এসেছে তারা।

     

     

    ২০১৯-এ খেলা ১০টি আন্তর্জাতিক ম্যাচের প্রতিটিই জিতেছে বেলজিয়াম। ইউরো বাছাইপর্ব থেকে মূলপর্ব টিকেট নিশ্চিত করেছে শতভাগ জয়ের রেকর্ড নিয়েই। রাশিয়া বিশ্বকাপ জেতা ফ্রান্স আছে দুই নম্বরে। তিনে আছে এ বছর কোপা আমেরিকা জেতা ব্রাজিল। শীর্ষ চারের অন্য দল ইংল্যান্ড। লিওনেল মেসির আর্জেন্টিনার অবস্থান নবম, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আছে সাত নম্বরে। 

    এ বছর জেমি ডের অধীনে মাত্র ২টি ম্যাচ হেরেছে বাংলাদেশ, জিতেছে ৪টি ম্যাচ। সব মিলিয়ে জামাল ভূঁইয়াদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি তাই হয়তো খুব একটা বিস্ময়কর নয়। ২০১৯ সালে এটিই ফিফার শেষ র‍্যাঙ্কিং। পরের র‍্যাঙ্কিং প্রকাশিত হবে ফেব্রুয়ারি ২০, ২০২০-এ।