• বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ ২০১৬
  • " />

     

    মাশরাফিদের ভুলে যাওয়ার দিন

    মাশরাফিদের ভুলে যাওয়ার দিন    

    রেকর্ডবুক থেকে আজকের ম্যাচটা পারলে মুছেই ফেলতে চাইবে বাংলাদেশ। জিম্বাবুয়ের সঙ্গে ৩১ রানের পরাজয়টা যে আরও অনেক কালিমার দাগ লেপে দিয়েছে মাশরাফিদের ওপর।

     

    শুরুতে ব্যাট করে আজ জিম্বাবুয়ে করেছে ১৮৭ রান। বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টিতে কখনোই এর চেয়ে বেশি রান করতে পারেনি জিম্বাবুয়ে। নিজেদের ইতিহাসেই তারা এর চেয়ে বেশি রান করেছে মাত্র দুই বার। ২০০ রানের গন্ডি একবারই ছুঁয়েছিল, সেবার অবশ্য নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা।

              ম্যালকম ওয়ালারে ছারখার হয়েছে বাংলাদেশ 

     

     

    ৩১ রানের পরাজয়টাও জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড়। এর আগের সাত দেখায় দুইবার হেরেছিল বাংলাদেশ। ওই দুই পরাজয় ছিল ছয় রান  ও তিন উইকেটের। এবারও পরাজয়ের ব্যবধান আরও বড় হতে পারত। শেষদিকে মুক্তার আলী ও নুরুল হাসান মিলে সেটি কিছুটা কমিয়েছেন। খুলনার মাটিতে জয়ের ধারাটাও ভেস্তে গেল, প্রথম দুই ম্যাচ জয়ের পর হেরে গেল তৃতীয় ম্যাচে। শেষ ম্যাচ জিতে জিম্বাবুয়ের সামনে এখন সমতা আনার সুযোগ।