• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কিক অফের আগে: উড়ন্ত লিভারপুলের বিপক্ষে কেইনবিহীন টটেনহামের ভরসা মরিনহো

    কিক অফের আগে: উড়ন্ত লিভারপুলের বিপক্ষে কেইনবিহীন টটেনহামের ভরসা মরিনহো    

    কবে, কখন

    টটেনহাম হটস্পার-লিভারপুল

    প্রিমিয়ার লিগ ২০১৯-২০

    ১১ জানুয়ারি, রাত ১১.৩০


    অক্টোবরে অ্যানফিল্ডে হ্যারি কেইনের প্রথম মিনিটের গোলে পিছিয়ে পড়লেও জর্ডান হেন্ডারসন এবং মোহামেদ সালাহর গোলে টটেনহাম হটস্পারকে হারিয়ে দিয়েছিল লিভারপুল। ২০১৭-এর পর অ্যানফিল্ডে হারেনি ইয়ুর্গেন ক্লপের দল, প্রিমিয়ার লিগে অপরাজিত থাকার রেকর্ডটা ছাড়িয়েছে এক বছর। লিভারপুল যখন উড়ছে, তখন মাস ছয়েক আগে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা স্পার্স হাঁটছে একেবারে উল্টো পথে।

    টেবিলের ছয়-এ আছে টটেনহাম, লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলেও তাদের চেয়ে পিছিয়ে আছে ২৮ পয়েন্টে। ইনজুরির কারণে নেই কেইন, তবে টটেনহামের বিপক্ষে তারপরও সতর্ক থাকছে লিভারপুল। কারণ? হোসে মরিনহোর ট্যাকটিক্স। লন্ডনে লিভারপুলের বিপক্ষে ‘দ্য স্পেশাল ওয়ান’-এর ক্ষুরধার মস্তিষ্কই তাই হয়তো স্পার্স সমর্থকদের একমাত্র ভরসা।

    এই মৌসুমের এখন পর্যন্ত রিপোর্ট কার্ড বানালে পুরো ইউরোপে হয়তো একমাত্র লিভারপুলই পাবে লেটার মার্কস। এবার মাত্র ২টি ম্যাচ হেরেছে তারা, ফর্মে আছেন দলের সবাই-ই। দুর্দান্ত পারফরম্যান্সে যেমন ক্লপের দল টপকে যাচ্ছে ম্যান সিটি, লেস্টার বাধা; তেমনি অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গড়পড়তা পারফরম্যান্সের পরও জয় ছিনিয়ে আনছে তারা। এজন্যই প্রিমিয়ার লিগে লিভারপুলের ধারে কাছে নেই কেউ। চ্যাম্পিয়নস লিগ জেতার পর এবারও ফেভারিট তারাই। প্রতি ম্যাচেই যেন নতুন রেকর্ড ভাঙছে তারা। আর্সেনালের ‘ইনভিন্সিবলস’ দলের রেকর্ডে ভাগ বসানোর দিকেও এগুচ্ছে তারা।

     

     

    লিভারপুল যখন উড়ছে, তখন স্পার্সের অবস্থা রীতিমত করুণ। কেইন ছিটকে গেছেন ৪ মাসের জন্য, শীর্ষ চার-এও নেই দল। মরিনহোর অধীনে শুরুটা দারুণ হলেও চেলসি এবং সাউদাম্পটনের কাছে হেরে কঠিন বাস্তবতায় ফিরে এসেছে তারা। দল নেই ফর্মে, নেই অধিনায়কও, মাঝমাঠের একসময়ের নিউক্লিয়াস ক্রিশ্চিয়ান এরিকসেন জায়গা পাচ্ছেন না একাদশে, ক্লাব ছাড়ার গুঞ্জন জোরাল হচ্ছে প্রতিদিন। সবমিলিয়ে স্বস্তিতে নেই মরিনহো। সন-আলির ওপর ভরসা করেই তাই লিভারপুল বধের ছক কষতে হচ্ছে পর্তুগিজ ম্যানেজারকে।

     

    দলের খবর

    ইনজুরির কারণে টটেনহামের হয়ে থাকছেন না কেইন, মুসা সিসোকো, বেন ডেভিস, হুগো লরিস, টাঙ্গুয়ে এন’দোম্বেলেদের কেউই। অনুশীলনে ফিরলেও সংশয় আছে ড্যানি রোজের খেলা নিয়ে। লন্ডন যাত্রায় ক্লপ পাচ্ছেন না ডিফেন্ডার জোয়েল মাতিপ এবং দুই মিডফিল্ডার জেমস মিলনার, নাবি কেইটাকে। 

    লিভারপুলের বিপক্ষে স্পার্সের দুই ফুলব্যাকের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে অনেক কিছু। শুধু সালাহ-মানে নয়; অরিয়ের-সেসেনিয়নকে সামলাতে হবে লিভারপুলের দুই ফুলব্যাক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং অ্যান্ড্রু রবার্টসনকে। রক্ষণ থেকে লম্বা পাসে লিভারপুলের আক্রমণ গড়ে দেন ভার্জিল ভ্যান ডাইক। ডাচ ডিফেন্ডারকেও আটকাতে হবে মরিনহোর দলের। লিভারপুলের ‘অ্যাকিলিস হিল’ বললে হয়তো রক্ষণে তরুণ ডিফেন্ডার জো গোমেজকেই দেখবেন মরিনহো। তবে সাম্প্রতিক সময়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি, দেয়ান লভ্রেনের বদলে তার ওপরই আস্থা রাখছেন ক্লপ। ফর্মহীনতা, আত্মবিশ্বাসের অভাব ভুগতে থাকা স্পার্সের রক্ষণ ভেদ করাই হবে লিভারপুলের চ্যালেঞ্জ। ‘অল রেড’দের আটকাতে হয়তো নিজের ‘ট্রেডমার্ক’ বাস পার্ক ট্যাকটিক্সেই ভরসা রাখবেন মরিনহো।

     

     

    সম্ভাব্য মূল একাদশ

    টটেনহাম হটস্পার (৩-৪-৩): গাৎজানিগা; সানচেজ, অল্ডারওয়েরেল্ড, ভার্টনহেন; অরিয়ের, আলি, উইঙ্কস, সেসেনিয়ন; লুকাস, সন, এরিকসেন

    লিভারপুল (৪-৩-৩): অ্যালিসন; আলেকজান্ডার-আর্নল্ড, গোমেজ, ভ্যান ডাইক, রবার্টসন; হেন্ডারসন, ওয়াইনাল্ডাম, অক্সলেড-চেম্বারলেইন; সালাহ, ফিরমিনো, মানে

     

    সংখ্যায় সংখ্যায়

    • প্রিমিয়ার লিগে শেষ ১৪ ম্যাচে লিভারপুলকে মাত্র ১বার হারিয়েছে টটেনহাম (৯ হার, ৪ ড্র)
    • এই মৌসুমে লিগে মাত্র ২টি ক্লিনশিট রেখেছে স্পার্স
    • মরিনহোর বিপক্ষে কোচিং ক্যারিয়ারে ১০ দেখায় মাত্র ২বার হেরেছেন ক্লপ

     

    প্যাভিলিয়ন প্রেডিকশন: টটেনহাম হটস্পার ০-২ লিভারপুল