• বঙ্গবন্ধু গোল্ড কাপ
  • " />

     

    সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বুরুন্ডি, ফিলিস্তিনের সিলেশস

    সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ বুরুন্ডি, ফিলিস্তিনের সিলেশস    

    বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালের লাইনআপ ঠিক হয়ে ছিল আগেই। সে ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ 'বি' চ্যাম্পিয়ন বুরুন্ডি। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে নির্ধারণ হয়ে গেছে প্রথম সেমিফাইনালের লাইনআপও। 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে খেলবে সিলেশস।


    বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'বি' গ্রুপের শেষ ম্যাচে মরিশাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সিলেশস। দুই গোলে পিছিয়ে পড়া ম্যাচে সমতায় ফিরেছিল সিলেশস। তবে সেটা যথেষ্ট হয়নি মরিশাসের জন্য। দুই দলই বুরন্ডির কাছে হেরেছিল। ওই ম্যাচের ফলটাই নির্ধারণ করে দিয়েছে 'বি' গ্রুপের রানার আপ। গোলব্যবধানে এগিয়ে থেকে সিলেশস উঠে গেছে সেমিফাইনালে।

    বঙ্গবন্ধু গোল্ডকাপে আগামীকাল কোনো ম্যাচ নেই। এক দিন বিরতির পর বুধবার ২১ জানুয়ারি প্রথম সেমিফাইনালে খেলবে ফিলিস্তিন-সিলেশস। পর দিন একই সময় বিকাল ৫ টায় বাংলাদেশ মুখোমুখি হবে বুরুন্ডির। ওই ম্যাচে মাঠে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক ব্রাজিল ও ইন্টার মিলান গোলরক্ষক হুলিও সিজারের।