প্রিয় বাস্কেটবল...

২০১৫ সালে দ্য প্লেয়ারস ট্রিবিউনে এই লেখাটা লিখেছিলেন কোবি ব্রায়ান্ট। পরের বছর অবসরে যান তিনি। এই কবিতা দিয়ে পরে বানানো হয় একটি অ্যানিমেশন শর্ট ফিল্ম, ব্রায়ান্ট যেখানে কন্ঠ দিয়েছিলেন, যে ফিল্মের অংশ ছিলেন তিনি। সেই ফিল্ম ২০১৮ সালে সেরা অ্যানিমেশন শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জিতেছিল অস্কার।
প্যাভিলিয়ন পাঠকদের জন্য অনুবাদ করা হলো সেটি।
প্রিয় বাস্কেটবল,
যখন থেকে বাবার মোজা নিয়ে পেঁচানো শুরু করলাম
কল্পনায় ম্যাচ জেতানো শট করা শুরু করলাম গ্রেট ওয়েস্টার্ন ফোরামে
আমি জানতাম, আমি তোমার প্রেমে পড়েছি।
এ ভালবাসা এতোটা গভীর,
আমি তোমায় আমার মন, শরীর, আত্মা, চেতনা- সব দিয়ে বসে আছি।
ছয় বছরের এক ছেলে হয়ে আমি তোমার গভীর প্রেমে পড়েছিলাম,
এর শেষটা কখনও দেখিনি
শুধু নিজেকে দেখেছিলাম
সবার ভেতর থেকে ছুটে বেড়িয়ে যেতে।
আমি তাই ছুটতে শুরু করলাম
প্রতিটি কোর্টে, প্রতিটি আলগা বলের পেছনে আমি তোমার জন্য ছুটেছিলাম
তুমি আমার তাড়াহুড়োর কথা জিজ্ঞাসা করেছিলে
আমি তোমায় আমার হৃদয় দিয়েছিলাম
এ থেকে যে অনেক বেশি পেতাম আমি।
ঘাম আর আঘাতের ভীড়ে আমি খেলে গেছি
এমন না যে চ্যালেঞ্জ আমাকে ডেকেছে
কিন্তু তুমি আমায় ডেকেছো
তোমার জন্যই আমি সব করেছি
কারণ তুমিও তো তাই করো,
যখন তোমাকে কেউ জীবন্ত করে তোলে, তুমি তাকে জীবন্ত করে তোলো।
ছয় বছর বয়সী এক ছেলেকে তুমি লেকার-স্বপ্ন দেখিয়েছো
সবসময়ই তাই আমি তোমাকে ভালবেসে যাব।
কিন্তু এই ক্ষ্যাপাটে ভালবাসা তো বেশিদিন আর চলবে না।
এই মৌসুমটাই তোমাকে দেওয়ার মতো বাকি আছে আর।
আমার হৃদয় এই ভারটা নিতে পারবে
আমার মন পিষ্ট হতে চাইবে
কিন্তু আমার শরীর জানে, বিদায় বলার সময় এখন।
ঠিক আছে।
আমি তোমাকে ছেড়ে যেতে প্রস্তুত।
আমি তোমাকে জানিয়ে দিতে চাই তাই আগেই।
তবেই আমরা প্রতিটি মুহুর্তের স্বাদ নিতে পারব
সেটা ভাল, কিংবা মন্দ।
যা কিছু ছিল আমাদের
একজন আরেকজনকে আমরা
সব দিয়ে দিয়েছি।
আমরা জানি, এরপর যাই করি না কেন,
আমি মোজা পেঁচিয়ে ঝুড়ি তাক করা সেই ছেলেটাই থেকে যাব
যার হাতে বল
ঘড়িতে ৫ সেকেন্ড সময়
৫...৪...৩...২….১
ভালবাসা, সবসময়
কোবি