• ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর
  • " />

     

    তিন মাসের জন্য মাঠের বাইরে আর্চার

    তিন মাসের জন্য মাঠের বাইরে আর্চার    

    ডান কনুইয়ে লো গ্রেড ফ্র্যাকচারের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে চলে যাচ্ছেন জফরা আর্চার। দক্ষিণ আফ্রিকায় চলমান সিরিজের সঙ্গে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর এবং আইপিএলেও অংশ নিতে পারবেন না তিনি। বর্তমানে ইসিবির অধীনে সেরে উঠার প্রক্রিয়ায় আছেন আর্চার।

    ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের দলে ছিলেন আর্চার। প্রথম টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে ৬ টি উইকেটও তুলে নিয়েছিলেন। কিন্তু সেই টেস্টের পরই ডান হাতের কনুইয়ের চোটে পড়েন তিনি। কনুইয়ের বোন স্ট্রেস ইনজুরির কারণে সিরিজের বাকি টেস্টে আর মাঠে নামা হয়নি তার। 
     

    দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে ফিরে তার কনুইয়ে বেশ কয়েকটি স্ক্যান করানো হয়। শুরুতে ফ্রাকচার ধরা না পরলেও পুনরায় স্ক্যান করার পর চোটের গভীরতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়। ইসিবির বিবৃতিতে বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি নিশ্চিত করা হয়েছে আর্চারের ছিটকে পড়ার খবর। 
     

    আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে তার। আগামী ৪ জুন ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে ইংল্যান্ড।