• লা লিগা
  • " />

     

    এল ক্লাসিকোতে এখন আর রোনালদো নেই, তবে মেসি কি আছেন?

    এল ক্লাসিকোতে এখন আর রোনালদো নেই, তবে মেসি কি আছেন?    

    এল ক্লাসিকো তো মূলত স্প্যানিশ ফুটবলের দুই অভিজাত ক্লাবের লড়াই। তবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের এই লড়াইয়ের পরোক্ষে আরেকটি লড়াই চলেছে প্রায় ৯ বছর। সেটি হচ্ছে এল ক্লাসিকোতে দুই মহারথী মেসি-রোনালদোর দ্বৈরথ। ২০০৯ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে মাদ্রিদে আসার পর থেকেই প্রতি বছর ক্লাসিকোর সময় নিয়ম করে হত এই লড়াই। তবে ২০১৮ সালে দীর্ঘ ৯ বছর পর রোনালদোর জুভেন্টাসে পাড়ি জমানোর মধ্য দিয়ে ইতি ঘটে এই দ্বৈরথের। আর রোনালদো চলে যাওয়ার পর মেসিকেও যেন ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না ক্লাসিকোতে। নিজের শেষ ৫ ক্লাসিকোতে তার নামের পাশে নেই কোনও গোল বা অ্যাসিস্ট। গতরাতেও বার্নাব্যুতে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেছেন তিনি। ‘নিষ্প্রভ’ মেসির রাতে বার্সেলোনাও হার নিয়ে ফিরেছে।


    রোনালদো রিয়াল ছাড়ার পর মোট ৬ টি এল ক্লাসিকো হয়েছে। যার ৪ টি ম্যাচ ছিল লিগে এবং দুটি কোপা ডেল রে-তে। ২০১৮-১৯ মৌসুম থেকে লিগের একটি বাদে মোট পাঁচটি ক্লাসিকোতে খেলেছেন মেসি, যার মাঝে একটিতে খেলেছেন বদলি হিসেবে। তবে এই পাঁচ ম্যাচে কোন গোল করেননি মেসি, করাতেও পারেননি। ২০১৭-১৮ মৌসুমে সর্বশেষ এল ক্লাসিকোতে গোল পেয়েছিলেন মেসি। ন্যু ক্যাম্পে সেই ম্যাচটি ছিল রোনালদোর শেষ ক্লাসিকো, ২-২ গোলে ড্র হওয়া সেই ম্যাচে রিয়ালের হয়ে প্রথম সমতাসূচক গোলটি করেছিলেন রোনালদো।