• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পথপ্রদর্শক সংগঠক রেজা-ই-করিম

    চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পথপ্রদর্শক সংগঠক রেজা-ই-করিম    

    চলে গেলেন বিসিবির সাবেক জেনারেল সেক্রেটারি রেজা-ই-করিম। ২২ মার্চ রাজধানীর একটি হাসপাতালে ৮২ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম পথপ্রদর্শক এই সংগঠক। দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। 

    স্বাধীনতার পর ১৯৭৪-৭৫ সালে তখনকার বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিবির প্রথম বিভাগ ক্রিকেট লিগ ও টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি ছিলেন তিনি। ১৯৭৬-৭৭ সালে বিসিসিবির প্রথম সংবিধান প্রণয়নের সময় সেক্রেটারি ছিলেন তিনি। 

    এছাড়া বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট, সেক্রেটারির দায়িত্বও পালন করেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন কোষাধ্যক্ষ হিসেবেও। 

    এছাড়াও করেছেন আম্পায়ারিং। 

    ১৯৩৮ সালে জন্ম নিয়েছিলেন রেজা। পেশাগত জীবনে ব্যাংকার ছিলেন, জীবনের প্রথমভাগে নিজেও খেলেছিলেন। 

    তার মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি।