• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল প্রিমিয়ার লিগ

    অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল প্রিমিয়ার লিগ    

    অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ২৪ মার্চ, মঙ্গলবার বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এর আগে ৩১ মার্চ পর্যন্ত খেলা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাফুফে। এখন পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে সব খেলা।

    "গত বৈঠকে আমরা চলমান লিগ ৩১ তারিখ পর্যন্ত স্থগিত রেখেছিলাম। এখন করোনাভাইরাস পরিস্থিতি বর্হিবিশ্বে ও আমাদের দেশে যতদিন স্বাভাবিক অবস্থায় না আসবে ততোদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য চলমান লিগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সবার সঙ্গে একমত হয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছি"- বাফুফে ভবনে সংবাদ সম্মেলন শেষে পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী নিশ্চিত করেছেন এ খবর। 

    বাংলাদেশের বেশিরভাগ ফেডারেশন বন্ধ হয়ে গেলেও বাফুফে এখনও পর্যন্ত সে রকম কোনো সিদ্ধান্তের পথে হাঁটেনি। তবে এই পরিস্থিতিতে বাফুফে অফিস আংশিক খোলা রেখে আপাতত কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সালাম মুর্শেদী।