• অন্যান্য খবর
  • " />

     

    ১ বছর পিছিয়ে দেওয়া হচ্ছে টোকিও অলিম্পিক

    ১ বছর পিছিয়ে দেওয়া হচ্ছে টোকিও অলিম্পিক    

    টোকিও অলিম্পিক ২০২০ এর আয়োজন পিছিয়ে যাওয়াটা সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। জাপান প্রধানমন্ত্রী শিনজি আবে নিশ্চিত করেছেন, অলিম্পিক পিছিয়ে দেওয়ার জন্য আইওসির (ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি) কাছ থেকে শতভাগ সবুজ সংকেত মিলেছে তাদের। এই রিপোর্ট লেখা পর্যন্ত আইওসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে অলিম্পিক যে পিছিয়ে যাচ্ছে সেটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় এখন।


    জুলাইয়ের ২৪ তারিখ থেকে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল খেলাধুলার সবচেয়ে বড় এই যজ্ঞ। শিনজি আবে এক বছর পিছিয়ে ২০২১ সালে অলিম্পিক আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এর একদিন আগে কানাডা ও অস্ট্রেলিয়া অলিম্পিকের সময় না পেছালে দল না পাঠানোর হুমকি দিয়ে রেখেছিল।

    করোনাভাইরাসের প্রকোপে এই নিয়ে বছরের সবগুলো খেলার বড় ইভেন্টই বন্ধ হয়ে গেল। ইউরো ও কোপা আমেরিকা হওয়ার কথা ছিল জুনে, সেই দুইটি টুর্নামেন্টও এক বছরের জন্য পিছিয়ে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।