• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    নেইমারকে-ইস্যুতে জুনিনহোকে নিজের চরকায় তেল দিতে বললেন লিওনার্দো

    নেইমারকে-ইস্যুতে জুনিনহোকে নিজের চরকায় তেল দিতে বললেন লিওনার্দো    

    তারা তিনজনই ব্রাজিলিয়ান। লিওনার্দো আর জুনিনহো সাবেক হয়েছেন আগেই, তবে নেইমার এখনও খেলছেন। কিন্তু নেইমারকে নিয়ে সবাএক দুজনের মধ্যে শুরু হয়ে গেল কথার লড়াই। জুনিনহো কয়েকদিন আগে বলেছিলেন পিএসজিতে টাকার জন্যই এসেছেন নেইমার। সেটার জবাবে এবার লিওনার্দো বললেন, জুনিনহোকে নিজের চরকায় তেল দেওয়ার জন্য।

    সাবেক সতীর্থ হলেও জুনিনহো আর লিওনার্দো এখন এক অর্থে প্রতিপক্ষ। যে লিওড় হয়ে ক্যারিয়ারের বেশির ভাগ সময় খেলেছেন, ‘ফ্রিকিক স্পেশালিস্ট’ জুনিনহো এখন লিওর স্পোর্টিং ডিরেক্টর। আর লিওনার্দো একই পদে কাজ করছেন পিএসজিতে।

    গার্ডিয়ানের কাছে এক সাক্ষাৎকারে জুনিনহো নেইমারের বেশ সমালোচনাই করেছেন, ‘নেইমারকে দেখুন। পিএসজিতে ও এসেছে শুধু টাকার জন্য। পিএসজি ওকে সম্ভাব্য সবকিছুই দিয়েছে, কিন্তু এখন ও চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ক্লাব ছাড়তে চাইছে।’ জুনিনহোর সমালোচনা থামেনি এখানেই, ‘আমার মনে হয় নেইমারের এখন সময় হয়েছে পিএসজিকে কিছু ফিরিয়ে দেওয়ার। এখন ওর কৃতজ্ঞতা দেখানোর সময়। এটা একটা বিনিময় দেখানোর সময়। নেইমারকে এখন দেখাতে হবে সে পিএসজির হয়ে মাঠে কী করতে পারে। সে কতটা দায়িত্বশীল, নেতৃত্বগুণ আর নিবেদন কতটা এসবও এখন দেখানোর সময়। সমস্যাটা হচ্ছে ব্রাজিলের সংস্কৃতিটাই এখন বদলে গেছে। সবাই এখন টাকার পেছনে ছোটে। সবাইকে এটাই শেখানো হচ্ছে এবং নেইমারও সেটাই করছে।’

    নেইমার অবশ্য এখন পর্যন্ত এটার জবাবে কিছু বলেননি। তবে লিওনার্দো সরাসরি সাবেক সতীর্থকে বলেছেন নিজের চরকায় তেল দেওয়ার জন্য, ‘আমি বুঝি না ওরা নিএমার আর পিএসজিকে নিয়ে কেন এত কথা বলছে। জুনিনহোর নিজের ক্লাব নিয়েই মাথা ঘামানো উচিত। আমি তো লিওকে নিয়ে কোনো কথা বলিনি, ওদের নিয়ে কোনো মন্তব্যও করিনি।’

    ২৪ জুলাই সেট এতিয়েনের সাথে ফ্রেঞ্চ কাপ ফাইনাল দিয়ে আবার ফুটবলে ফিরবে পিএসজি।