• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    ২৮ আগস্ট আট বছর পর ফিরছে এসপিএল

    ২৮ আগস্ট আট বছর পর ফিরছে এসপিএল    

    আট বছর আগে সর্বশেষ কোনো আসর হয়েছিল শ্রীলংকা প্রিমিয়ার লিগের। করোনাভাইরাসের সময়ে আবার সেটি ফিরতে পারে, এরকম একটা গুঞ্জন চাউর হয়েছিল। শেষ পর্যন্ত ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলংকা প্রিমিয়ার লিগ। তাতে অংশ নেবেন ৭০ জন বিদেশী ক্রিকেটার।

    উপমহাদেশের মধ্যে শ্রীলংকায় করোনার প্রকোপ তুলনামূলক কম ছিল। অনেক আগে থেকেই খেলায় ফেরার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে রেখেছিল শ্রীলংকা। আইপিএলও সেখানে হতে পারে, এমন একটা গুঞ্জন উঠেছিল। যদিও তা সত্যি হয়নি। তবে শ্রীলংকা বলে আসছে, তারা ক্রিকেট শুরু করতে চায়। সেই শুরুর অংশ হিসেবেই ফিরছে এসপিএল।

    পাঁচটি ফ্র্যাঞ্চাইজি থাকছে এবারের আসরে, নাম রাখা হয়েছে পাঁচটি শহরের নামে। মোট চারটি ভেন্যুতে হবে খেলাগুলো, সব মিলে হবে ২৩টি ম্যাচ। এখনো শ্রীলংকান সরকার থেকে আনুষ্ঠানিক অনুমতির ঘোষণা আসেনি, তবে সেটাতে সমস্যা হবে না বলে দাবি করেছে লংকান বোর্ড। যদিও বিদেশী খেলোয়াড়দের কীভাবে রাখা হবে, তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে কি না এ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি তারা।