• আয়ারল্যান্ডের ইংল্যান্ড সফর ২০২০
  • " />

     

    ১৩৯ দিন পর ফিরল ওয়ানডে ক্রিকেট

    ১৩৯ দিন পর ফিরল ওয়ানডে ক্রিকেট    

    ১৩ মার্চ সিডনিতে দর্শকশূন্য মাঠে ওয়ানডে খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সেই ম্যাচের পর কোভিড-১৯ মহামারিতে এতদিন বন্ধ ছিল ক্রিকেটের এই ফরম্যাট। সাউদাম্পটনে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের ১ম ম্যাচ দিয়ে ফিরল ওয়ানডে ক্রিকেট, ১৩৯ দিন পর। 

    এর আগে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে ফিরেছিল আন্তর্জাতিক ক্রিকেট। সে সিরিজ শেষের পরই হচ্ছে এই ৩ ম্যাচের সিরিজ। সাউদাম্পটনে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অইন মরগান। 

    চোটের কারণে ছিটকে গেছেন জো ডেনলি। আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে দুজনের-- অলরাউন্ডার কুরটিস ক্যামফার ও ব্যাটসম্যান হ্যারি টেকটর।

    এ সিরিজ দিয়ে শুরু হলো আইসিসির নতুন চালু করা বিশ্বকাপ সুপার লিগ। এই সাইকেলে এই লিগের অধীনে টেস্ট খেলুড়ে ১২টি দেশের সঙ্গে নেদারল্যান্ডস মিলে খেলবে ৪টি করে হোম ও অ্যাওয়ে সিরিজ। লিগ শেষে শীর্ষ ৭ দলের সঙ্গে আয়োজক ভারত সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। 

    এ ম্যাচ দিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো দেশের মাটিতে খেলছে ইংল্যান্ড।