• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে সাকিব আল হাসান

    লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে সাকিব আল হাসান    

    শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে আছেন সাকিব আল হাসান। ১৫০ জন বিদেশী ক্রিকেটারের মাঝে সাকিব ছাড়াও আছেন ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শাহিদ আফ্রিদি, রভি বোপয়ারা, কলিন মানরো, মুনাফ প্যাটেল, ভারনন ফিল্যান্ডাররা। 

    ১ অক্টোবর হবে এ টুর্নামেন্টের ক্রিকেটারদের নিলাম। আইসিসি থেকে দেওয়া সাকিবের ওপর নিষেধাজ্ঞা শেষ হবে ২৭ অক্টোবর। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট থেকে খেলার সম্ভাবনা আছে সাকিবের। ক্রিকেটে ফেরার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে এরই মাঝে বাংলাদেশে এসেছেন সাকিব, ব্যক্তিগতভাবে বিকেএসপিতে অনুশীলন করার কথা তার। 

    ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর তিনটি ভেন্যু-- ডাম্বুলা, পাল্লেকেলে এবং হাম্বানটোটায় হবে এলপিএল। শুরুতে আগস্টে হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারিকে ঘিরে শ্রীলঙ্কা সরকারের লকডাউনের মাত্রা সংক্রান্ত জটিলতায় পিছিয়ে গেছে এটি। 

    টুর্নামেন্ট কর্তৃপক্ষ এখানে অংশগ্রহণকারী বিদেশীদের কোয়ারেন্টাইন ৭ দিন করতে অনুরোধ করেছিল সরকারকে, সাধারণত সে দেশে যেটি ১৪ দিনের। তবে কোয়ারেন্টাইনের সময়সীমা সংক্রান্ত জটিলতা কেটেছে কিনা, নিশ্চিত হয়নি সেটি। 

    শুক্রবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেওয়া বিবৃতি অনুযায়ী, প্রতি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন আন্তর্জাতিক ক্রিকেটার দলে নিতে পারবে। মোট খেলবে ৫টি দল। সব মিলিয়ে ৩০ জন আন্তর্জাতিক ক্রিকেতারের সঙ্গে সুযোগ পাবেন ৬৫ জন স্থানীয় ক্রিকেটার। প্রতি দলের স্কোয়াড হবে তাই ১৯ জনের। 

    ২০১২ সালের পর দ্বিতীয়বারের মতো হচ্ছে এই টুর্নামেন্ট।