• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিলেন মিসবাহ

    প্রধান নির্বাচকের পদ ছেড়ে দিলেন মিসবাহ    

     

    গত বছর যখন দায়িত্ব পেয়েছিলেন, তখন একই সঙ্গে দুইটি দায়িত্ব ছিল মিসবাহ উল হকের। পাকিস্তান জাতীয় দলের কোচের পাশাপাশি কাজ করছিলেন প্রধান নির্বাচক হিসেবে। এবার কোচিংয়ে আরও বেশি মনযোগ দেওয়ার জন্য নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন মিসবাহ।

     

    গত বছরের সেপ্টেম্বরে প্রধান নির্বাচক ও কোচের দায়িত্ব পেয়েছিলেন মিসবাহ, এই এক বছর দুই ভূমিকাতেই কাজ করেছেন। কিন্তু এবার নির্বাচকের দায়িত্বটা ছেড়ে দিলেন। কারণ হিসেবে বলেছেন, দুই ভূমিকাতে চাপ বেড়ে যাচ্ছিল বলে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে ইএসপিএনক্রিকইনফো বলছে, দুই ভূমিকায় ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্টের’ জন্য পিসিবির নতুন আইন অনুযায়ী একটি পদ ছেড়ে দিতে হতো মিসবাহকে। সেজন্যই সরে দাঁড়িয়েছেন প্রধান নির্বাচকের পদ থেকে।

    সামনে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজেও দুই ভূমিকায় কাজ করবেন মিসবাহ। ১ ডিসেম্বরের পর মনযোগ দেবেন শুধু কোচিংয়ে।