• ক্রিকেটে ফেরা
  • " />

     

    ভারতের টেস্ট স্কোয়াডে ফিরলেন রাহুল, টি-টোয়েন্টিতে ডাক পেলেন বরুণ

    ভারতের টেস্ট স্কোয়াডে ফিরলেন রাহুল, টি-টোয়েন্টিতে ডাক পেলেন বরুণ    

    অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে ফিরেছেন লোকেশ রাহুল। চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য চোটের কারণে দলে নেই রোহিত শর্মা ও ইশান্ত শর্মা। ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি ঋষভ পান্ট, ভুবনেশ্বর কুমার বা পৃথ্বি শর। ভুবনেশ্বর অবশ্য চোট থেকে সেরে উঠতে পারেননি। টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আইপিএলে চমক দেখানো স্পিনার বরুন চক্রবর্তি। 

    এখনও সূচি চূড়ান্ত না হলেও নভেম্বর থেকে সীমিত ওভারের সিরিজের পর চারটি টেস্ট খেলার কথা ভারতের। অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টের পর মেলবোর্ন, সিডনি ও ব্রিসবেনে হওয়ার সম্ভাবনা আছে পরের ম্যাচগুলি। 

    টেস্ট দলে রাহুলের সঙ্গে ফিরেছেন বাঁহাতি স্পিনার কুলদিপ যাদব, ডাক পেয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। ওয়ানোডে স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ শামি। আইপিএলে বাজে ফর্মে থাকা পান্ট-শ জায়গা হারিয়েছেন সীমিত ওভারের স্কোয়াড থেকে। রোহিতের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রাহুল। 

    বোলার হিসেবে ভবিষ্যত এখনও অনিশ্চিত হলেও দলে আছেন হারদিক পান্ডিয়া, যিনি আইপিএলে এখন পর্যন্ত বোলিং করেননি। টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন দীপক চাহার। 

    এছাড়াও বায়ো-সিকিউর বলয়ে নেট বোলার হিসেবে যাবেন চারজন-- কমলেশ নাগারকোটি, কার্তিক তিয়াগি, ইশান পোরেল ও টি নাটারাজান। 

    এদিকে কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউন উঠে যাওয়ার এমসিজিতে বক্সিং ডে টেস্টে দর্শকরা খেলা দেখতে পারবেন বলে এএপির মাধ্যমে জানিয়েছে ক্রিকেটডটকমডটএইউ। 


    অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের-

    টেস্ট স্কোয়াড 

    বিরাট কোহলি (অ), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বি শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (স-অ), হনুমা বিহারি, শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উই), রিশাভ পান্ট (উই), জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নভদিপ সাইনি, কুলদিপ যাদব, রবিন্দ্র জাদেজা, রবি আশ্বিন, মোহাম্মদ সিরাজ

    ওয়ানডে স্কোয়াড

    বিরাট কোহলি (অ), শিখর ধাওয়ান, শুবমান গিল, লোকেশ রাহুল (স-অ, উই), শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হারদিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবিন্দ্র জাদেজা, যুঝভেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদিপ সাইনি, শারদুল ঠাকুর 

    টি-টোয়েন্টি স্কোয়াড

    বিরাট কোহলি (অ), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (স-অ, উই), শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হারদিক পান্ডিয়া, সানজু স্যামসন (উই), রবিন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুঝভেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদিপ সাইনি, দিপক চাহার, বরুণ চক্রবর্তি