• আইপিএল ২০২০
  • " />

     

    বাড়ছে আইপিএলের দলসংখ্যা

    বাড়ছে আইপিএলের দলসংখ্যা    

    বাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএলের দলসংখ্যা। বার্ষিক সাধারণ সভায় আইপিএল গভর্নিং কাউন্সিলকে সর্বোচ্চ ১০টি দল খেলানোর অনুমতি দিয়েছে বিসিসিআই। তবে পরের আইপিএলের আগে খুব একটা সময় নেই বলে ২০২১ সালের এই লিগ হবে আগের মতো ৮ দলেরই। ২০২২ সাল থেকে ৯ বা ১০ দল খেলবে আইপিএলে। 

    নতুন দল কোন রাজ্যের হবে, সেটি এখনও নিশ্চিত করা হয়নি। বিসিসিআইয়ের নির্দেশনা অনুয়ায়ী, বর্তমানে থাকা দলগুলি যে রাজ্যের, নতুন দল হতে হবে সেসব থেকে আলাদা।

    শেষ আইপিএলে খেলা দলগুলি ছিল মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, পাঞ্জাব এবং এনসিআর-এর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন)। 

    এর আগে এসব রাজ্যের বাইরে আইপিএলে প্রতিনিধিত্ব করেছে কেরালা ও গুজরাটের দুটি দল। তবে সে দুটির একটিও টেকেনি দুই মৌসুমের বেশি। 

    কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২০ সালের আইপিএল শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করেছিল বিসিসিআই। এপ্রিলে হওয়া কথা থাকলেও এ টুর্নামেন্ট হয়েছে সেপ্টেম্বর-নভেম্বরে। তবে পরের আইপিএল নির্ধারিত এপ্রিলেই হবে, এখন পর্যন্ত সিদ্ধান্ত এমনই।