• ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৯-২০
  • " />

     

    পিএসএলে না গিয়ে প্রিমিয়ার লিগে খেলতে পারেন সাকিব

    পিএসএলে না গিয়ে প্রিমিয়ার লিগে খেলতে পারেন সাকিব    

    ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন বলে পাকিস্তান সুপার লিগ, পিএসএলে নাও যেতে পারেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। স্থগিত হয়ে যাওয়া পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফটে লাহোর কালান্দার্স দলে নিয়েছিল তাকে। 

    কোভিড-১৯ বিরতির কারণে স্থগিত হয়ে যাওয়া পিএসএল আবার শুরু হওয়ার কথা ২ জুন থেকে। সেখানে সাকিব ছাড়াও দল পেয়েছেন মাহমুদউল্লাহ (মুলতান সুলতানস) ও লিটন দাস (করাচি কিংস)। অবশ্য এই পিএসএল পাকিস্তানেই হবে নাকি আরব আমিরাতে, সেটি ঘিরে আছে অনিশ্চয়তা। 

    এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের স্থগিত হওয়া আসর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছে ৩১ মে থেকে। ২০২০ সালের মার্চে এক রাউন্ডের পরই স্থগিত হয়েছিল এটি। সেবার নিষেধাজ্ঞার কারণে ছিলেন না সাকিব। তবে এবার মোহামেডানের হবে তিনি খেলার আগ্রহ দেখিয়েছেন বলে ক্রিকবাজকে জানিয়েছেন ক্লাবটির এক কর্মকর্তা। 

    “সাকিবের স্বাক্ষরিত এক চিঠি আমরা সিসিডিএমকে (ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস, প্রিমিয়ার লিগে গভর্নিং সংস্থা) দিয়েছি, যেটিতে বলা আছে এ টুর্নামেন্টে সে আমাদের হয়ে খেলতে আগ্রহী”, মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটো বলেছেন ক্রিকবাজকে। “সে পিএসএলে না খেলে ডিপিএলে আমাদের হয়ে খেলতে চায়। ২০১৯-২০ মৌসুমে নিষেধাজ্ঞার কারণে সে খেলেনি বলে এখন সে একজন ‘ফ্রি’ ক্রিকেটার। এ টুর্নামেন্টে খেলতে তাই বাধা নেই তার। এখনও বিসিবি অনুমোদন দেয়নি, তবে শীঘ্রই পাব বলে আশা করছি।” 

    এদিকে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন বলেই পিএসএলে যাননি বলে ডেইলি স্টারকে জানিয়েছিলেন তামিম ইকবাল। স্থগিত হয়ে যাওয়া আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছিলেন তামিম। পিএসএলের গত আসরের প্লে-অফে লাহোরের হয়েই খেলেছিলেন তিনি। 

    এবারের ডিপিএল নতুন করে শুরু হলেও হবে না দলবদল। সাকিবের খেলতে বাধা নেই বলেও জানিয়েছেন সিসিডিএমের চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ।