• টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
  • " />

     

    যে কারণে পাপুয়া নিউ গিনিকে হারালেই প্রায় নিশ্চিত বাংলাদেশের সুপার ১২

    যে কারণে পাপুয়া নিউ গিনিকে হারালেই প্রায় নিশ্চিত বাংলাদেশের সুপার ১২    

    ওমানকে হারিয়ে সুপার ১২-এর আশা টিকে আছে বাংলাদেশের। পয়েন্ট টেবিলে এখন সবার ওপরে স্কটল্যান্ড, দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। বাংলাদেশ ও ওমানের পয়েন্ট ২। নেট রান রেটে এগিয়ে ওমান দুইয়ে আছে, বাংলাদেশ তিনে। চারে থেকে পাপুয়া নিউ গিনি বা পিএনজি আগেই বাদ বলতে গেলে। তবে শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারালেই কাজ হয়ে যাওয়ার কথা বাংলাদেশের, সমীকরণটা তাদের পক্ষে চলে এসেছে আজ। 

    রান রেটের দিকে তাকালেই সেটা পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে স্কটল্যান্ডের রান +০.৫৭৫, দুই ম্যাচ জেতার পরেও। প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারানোর পর আজ পিএনজিকেও বড় ব্যবধানে হারাতে পারেনি তারা, সেজন্য খুব বাড়েনি তাদের রান রেট। অন্যদিকে ওমান প্রথম ম্যাচে পিএনজিকে হারিয়ে রান রেট অনেক বাড়িয়ে রেখেছিল। সেজন্য আজ ২৬ রানে হেরে যাওয়ার পরেও তাদের রান রেট এখনও গ্রুপে সবার চেয়ে বেশি। অন্যদিকে বাংলাদেশ প্রথম ম্যাচটা স্বল্প ব্যবধানে হেরে গেলেও ওমানকে হারিয়ে রান রেট নিয়ে এসেছে প্লাসে, স্কটল্যান্ডের চেয়ে সামান্য পিছিয়ে।

     

     

    বাংলাদেশ যদি পিএনজিকে স্বল্প ব্যবধানেও হারায়, তবুও তাদের রান রেট কিছুটা বাড়বে। অন্যদিকে স্কটল্যান্ড ওমানের কাছে হেরে গেলেই রান রেট কমবে, হারের ব্যবধান যাই হোক। সেজন্য দুই দলের পয়েন্ট সমান হলেও বাংলাদেশের স্কটল্যান্ডের ওপর রান রেটে এগিয়ে থাকা প্রায় নিশ্চিত। তিন দলের পয়েন্ট ৪ হলে সেক্ষেত্রে ওমান আর বাংলাদেশই চলে যাবে। আর স্কটল্যান্ড ওমানকে হারালে তো কথাই নেই, তখন বাংলাদেশের সঙ্গে তারা যাবে পরের পর্বে।

    সাকিবও ম্যাচ শেষে বলেছেন, বাংলাদেশ এখন সুবিধাজনক অবস্থায় আছে। এমনকি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও চলে যেতে পারে পরের পর্বে।  

    অবশ্য সূচি অনুযায়ী বাংলাদেশের সাথে পিএনজির ম্যাচটা আগে হওয়ায় খানিকটা অসুবিধা হওয়ার কথা ছিল বাংলাদেশের। সেক্ষেত্রে ওমান-স্কটল্যান্ড নিজেদের সামনে সমীকরণটা মেলানোর সুযোগ পেত। তবে বাংলাদেশ চাইবে পিএনজিকে ভালোমতো হারিয়ে আগেই নিশ্চিত করে ফেলার।