• ক্রিকেট ফ্যান্টাসি
  • " />

     

    ফ্যান্টাসি টিপ: কীভাবে কাজ করে বিগ ব্যাশের এক্স ফ্যাক্টর?

    ফ্যান্টাসি টিপ: কীভাবে কাজ করে বিগ ব্যাশের এক্স ফ্যাক্টর?    

    ক্রিকেটে সুপারসাবের ধারণা নতুন কিছু নয়। ১৬ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম চালু হয়েছিল এই ধারণা। যদিও সেই নিয়ম খুব বেশিদিন টেকেনি। বিগ ব্যাশে সেই সুপার সাব ফিরে এসেছে একটু অন্যভাবে। একে বলা হচ্ছে এক্স ফ্যাক্টর। কিন্তু এই এক্স ফ্যাক্টরের সাথে সুপার সাবের পার্থক্য কী রকম? ফ্যাণ্টাসিতে এটা ব্যবধান গড়ে পারে কীভাবে? 

     

    এক্স ফ্যাক্টর কী? 

    সুপার সাবের নিয়মে ম্যাচের আগে একজন বাড়তি ক্রিকেটারের নাম ঘোষণা করা হতো। সেই বাড়তি ক্রিকেটার ম্যাচের সময় পরিস্থিতি অনুসারে ব্যাটিং বা বোলিং করার সুযোগ পেতেন। এক্স ফ্যাক্টরের ধারণা একটু অন্যরকম। বিগ ব্যাশে গত বছর থেকে চালু হওয়া এই নিয়মে টসের সময় প্রতি দলে দুজন করে এক্স ফ্যাক্টরের নাম ঘোষণা করতে হবে দলগুলোকে। ইনিংসের ১০ ওভার হয়ে যাওয়ার পর একজন করে ক্রিকেটার বদলির সুযোগ পাবে দুই দল। কিন্তু চাইলেই যে কাউকে বদলি করা যাবে না। ১০ ওভারের মধ্যে যারা ব্যাটিং করে ফেলেছে বা ব্যাটিং করছে তাদের ব্যাটিং দল বদলি করতে পারবে না। তখনো যারা ব্যাট করতে নামেনি তাদের মধ্যে থেকে কাউকে বদলে এক্স ফ্যাক্টরের নামানোর সুযোগ থাকবে। বোলিং দলের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন। ১০ ওভারের মধ্যে যারা একাধিক ওভার বল করে ফেলেছেন তাদের মধ্যে থেকে কাউকে বদলি করা যাবে না। যেসব বোলার এক ওভার বল করেছেন বা তখনো বল করেননি তাদের কাউকেই বদলি করে এক্স ফ্যাক্টর নামানো যাবে। দুই ইনিংসেই সুযোগ থাকছে এটা করার। সুপারসাবে একজন করে ক্রিকেটার বদলি করা যেত। তাই যে দল টসে হেরেছে তাদের ক্ষেত্রে সুবিধা নেওয়ার সুযোগ কম ছিল। এক্স ফ্যাক্টরে এই সমস্যা নেই। ফ্যান্টাসি খেলার সময় আপনি এক্স ফ্যাক্টর দেখে তাই দল সাজাতে পারেন। অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে যেভাবে পয়েন্ট যোগ হয়, তাদের ক্ষেত্রেও একইভাবে হবে।