• ক্রিকেট, অন্যান্য
  • " />

     

    উইলিয়ামসন, আজাজকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড

    উইলিয়ামসন, আজাজকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড    

    বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৩ জনের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কনুইয়ের জন্য নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন নেই। তার জায়গায় অধিনায়ক্ত্ব করবেন বাংলাদেশে খেলতে এসে একই দায়িত্ব পালন করে যাওয়া টম ল্যাথাম। দলে রাখা হয়নি ভারতের বিপক্ষে ইনিংসে ১০ উইকেট নেওয়া স্পিনার আজাজ প্যাটেলকেও।

    প্যাটেল না থাকার কারণ হিসেবে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, দলে ভারসাম্য রক্ষার জন্যই তাকে রাখা হয়নি। মূলত পেসনির্ভর দল হচ্ছে কিউইদের, ফিরেছেন চোটের জন্য ভারত সফরের বাইরে থাকা ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়েরা। দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই, একমাত্র স্পিন অপশন বলতে অলরাউন্ডার রাচিন রাভীন্দ্র। 

    ১ জানুয়ারি বে ওভালে শুরু হবে প্রথম টেস্ট, এরপর ৯ জুন দ্বিতীয় টেস্ট শুরু ক্রাইস্টচার্চের হেগলি ওভালে।

    স্কোয়াড 

    টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, রাচিন রাভীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নিল ওয়াগনার, উইল ইয়াং