• আফগানিস্তানের বাংলাদেশ সফর
  • " />

     

    নেট সেশন: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির অংক মিলবে বাংলাদেশের?

    নেট সেশন: আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির অংক মিলবে বাংলাদেশের?    

    আফগানিস্তানের বাংলাদেশ সফর

    টি-টোয়েন্টি সিরিজ, ২০২২

     

    কবে, কখন

    ১ম টি-টোয়েন্টি

    বেলা ৩.০০টা

     

    শেষ ম্যাচ হারলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। যদিও সেই ম্যাচে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং; তিন বিভাগেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল আফগানরা। এবার মঞ্চ প্রস্তুত টি-টোয়েন্টির। সেখানেও আফগানরা ঢের এগিয়ে। অন্যদিকে বাংলাদেশ প্রতিনিয়ত হিমশিম খায় টি-টোয়েন্টির সরল অংক মেলাতে। 

    ক্রিকেটের এই ছোট ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক পারফর্ম্যান্সের দিকে তাকালে ভক্ত-সমর্থকরা হতাশই হবেন। শেষ ৮ টি-টোয়েন্টির একটিতেও জয় নেই। নিকট অতীতের সবচেয়ে বড় ব্যর্থতা হয়ে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্বে দুই ম্যাচ জিতলেও মূলপর্বের সবকয়টি ম্যাচই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও হোয়াইটওয়াশ হয়েছেন মাহমুদউল্লাহরা। 

    বিশ্বকাপে আফগানিস্তানও বলার মতো কিছু করতে পারেনি। সরাসরি সুপার টুয়েলভে খেললেও জয় মাত্র একটিতে। তবে টি-টোয়েন্টি তাদের প্রিয় ফরম্যাট এই বিষয়ে কারো দ্বিমত থাকার কথা নয়। টি-টোয়েন্টির জন্য তাদের আলাদা কজন ক্রিকেটারই আছেন। বাংলাদেশের চেয়ে র‍্যাংকিং কিংবা পাওয়ার হিটিংয়েও এগিয়ে দেশটি। 

    বাংলাদেশে সেই অর্থে টি-টোয়েন্টির প্রতিষ্ঠিত ব্যাটসম্যান নেই। সাব্বির রহমান, শামীম হোসেনদের দিয়ে নিষ্ফলা চেষ্টাও করা হয়েছিল। তবে এবার বিপিএল দিয়ে আলো কেড়েছেন মুনিম শাহরিয়ার। বরিশালের হয়ে খেলা এই মারকুটে ওপেনার জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। তাকে দিয়ে সেই শূন্যস্থান পূরণের চেষ্টায় বাংলাদেশ।

    স্কোয়াডে ফিরেছেন মুশফিকুর রহিম ও ওয়ানডের সিরিজসেরা ক্রিকেটার লিটন দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে ছন্দে না থাকায় পাকিস্তান সিরিজে জায়গা হারান এই দুজন। সাকিব আল হাসানও টি-টোয়েন্টিতে ফিরছেন এই সিরিজ দিয়ে। নাইম শেখ স্কোয়াডে থাকলেও ওপেনিংয়ে লিটনের সাথে মুনিমকে দেখার সম্ভাবনাই বেশি। টপ অর্ডারে সাকিব-মুশফিক তো আছেনই। 

    বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও শামীম হোসেন পাটোয়ারী। তাই ফিনিশারের দায়িত্বের সিংহভাগ এসে পড়বে অধিনায়ক মাহমুদউল্লাহর ওপর। যদিও ওয়ানডে সিরিজে নিজেই খাবি খেয়েছেন তিনি। শেষদিকে তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী কিংবা মাহেদী হাসানকে। তিন পেসার খেলালে দুই বাঁহাতি শরীফুল-মোস্তাফিজের সাথে দেখা যাবে তাসকিন আহমেদকে। স্পেশালিষ্ট স্পিনার হিসেবে নাসুম একাদশে জায়গা পেলে বাদ পড়তে পারেন শরীফুল।  

    আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড গড়েছে তারুণ্যকে প্রাধান্য দিয়ে। বাদ পড়েছেন মোহাম্মদ শেহজাদ, গুলবাদিন নাইব, হামিদ হাসান, হাশমতউল্লাহ শহীদীরা। ডাক পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি ও নিজাত মাহমুদ। রহমানউল্লাহ গুরবাজও আছেন ছন্দে। যোগ দিয়েছেন হজরতউল্লাহ জাজাই। মিডল অর্ডারে নবি, শেষদিকের ঝড়ের জন্য আফগানদের ভরসা হতে পারেন নাজিবউল্লাহ। 

    আফগানিস্তানের শক্তির অন্যতম জায়গা তাদের স্পিন আক্রমণ। রশিদ খান, মোহাম্মদ নবি আর মুজিব-উর-রহমানকে নিয়ে দলটির স্পিনত্রয়ী। বৈচিত্র্যময় স্পিন আক্রমণকে সামলাতে বেগ পেতে হতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানদের। পেসার নাভিন উল হক নেই। দায়িত্ব থাকবে ফারুকি, করিম জানাত ও ওমরজাইয়ের ওপর। 

    দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে আছে আফগানিস্তান। সাত ম্যাচের মধ্যে চারটি জিতেছে আফগানিস্তান, দুইটি বাংলাদেশ। সর্বশেষটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির বাগড়ায়। 

     

    রঙ্গমঞ্চ

    মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট কেমন হবে? এটাই বড় প্রশ্ন। টি-টোয়েন্টিতেও স্পিন সহায়ক উইকেট বানানোর নজির আছে কিউরেটর গামিনি ডি সিলভার। তেমন না হলেও চট্টগ্রামের আদলের উইকেট দেখা যেতে পারে মিরপুরে। ঘাসের মিশেলে বানানো সেই উইকেটে  তৃতীয় ওয়ানডে ছাড়া আফগানিস্তানের স্পিনাররা তেমন সুবিধা করতে পারেননি। 

    মিরপুরে টি-টোয়েন্টিতে সর্বশেষ দেখায় বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান। ২০১৯ সালের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ২৫ রানে। 


    সম্ভাব্য একাদশ

    মুশফিক, সাকিব, লিটন ও মাহমুদউল্লাহ একাদশে থাকছেন নিশ্চিত। অভিষেক হতে পারে মুনিমের। স্পেশালিস্ট স্পিনার হিসেবে জায়গা হতে পারে নাসুমের। 

    বাংলাদেশ: লিটন দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন ধ্রুব, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান। 

     

    রাসুলি ও ওমরজাইয়ের অভিষেক হতে পারে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। 

    আফগানিস্তান: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, দারউইশ রাসূলি, নাজিবউল্লাহ জাদরান, মোহামদ নবি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, ফাজালহক ফারুকি, ফারিদ আহমেদ। 


    সংখ্যার খেলা

    সর্বশেষ ৫ ম্যাচের সবকয়টিই হেরেছে বাংলাদেশ

    সর্বশেষ ৫ ম্যাচের ২টি জিতেছে আফগানিস্তান


    ২৯

    টি-টোয়েন্টিতে ২০০০ রানের দ্বারপ্রান্তে আছেন মাহমুদউল্লাহ। ২৯ রান করতে পারলেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই তালিকায় ঢুকে যাবেন তিনি।