• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চ্যাম্পিয়নস লিগের ড্র আজ: যা যা জানা প্রয়োজন

    চ্যাম্পিয়নস লিগের ড্র আজ: যা যা জানা প্রয়োজন    

    কবে কখন 

    বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় ইস্তাম্বুলে, বাংলাদেশে দেখা যাবে সনি টেন ২তে

     

    কারা কারা কোন পটে

    আগের মতোই হচ্ছে এবারের ড্র। ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। চারটি পটে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে গঠিত হবে একটি গ্রুপ।একই দেশের দুইটি ক্লাব একই গ্রুপে থাকতে পারবে না ।

     

    কোন পটে কারা

    পট ১ রিয়াল মাদ্রিদ, ফ্রাংকফুর্ট, ম্যান সিটি, এসি মিলান, বায়ার্ন মিউনিখ, পিএসজি, পোর্তো, আয়াক্স 

    পট ২ লিভারপুল, চেলসি, বার্সেলোনা, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া, লাইপজিগ, টটেনহাম

    পট ৩ ডর্টমুন্ড, সালজবুর্গ, শাখতার, ইন্টার মিলান, নাপোলি, বেনফিকা, স্পোর্টিং লিসবন, লেভারকুসেন 

    পট ৪ রেঞ্জার্স, মার্শেই, কোপেনহেগেন, ক্লাব ব্রুশ, সেল্টিক, ভিক্টোরিয়া প্লজেন, ম্যাকাবি হাইফা, দিনামো জাগরেব।

     

    গ্রুপ পর্ব কবে, নকআউটই বা কবে?

    বিশ্বকাপের জন্য এবার গ্রুপ পর্ব আগের চেয়ে কম সময়ের জন্য হচ্ছে। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গ্রুপ পর্ব, চলবে ২ নভেম্বর পর্যন্ত। সাধারণত গ্রুপ পর্ব ১২ সপ্তাহ ধরে হয়, এবার হচ্ছে নয় সপ্তাহ ধরে। এই নয় সপ্তাহের ছয় সপ্তাহেই তাই সপ্তাহের মাঝে দলগুলোকে নেমে পড়তে হবে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়েস। ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দ্বিতীয় রাউন্ড, এরপর এপ্রিল ও মেতে হবে কোয়ার্টার ও সেমিফাইনাল। ১০ জুন হবে ফাইনাল।

    গোলস্কোরারদের ঠিকানা বদলেছে? 

    আগের কয়েকবারের সর্বোচ্চ গোলদাতারা এবার অনেকেই ক্লাব পালটেছেন। ৮৬ গোল নিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডফস্কি এবার ক্লাব বদলে বায়ার্ন থেকে গেছেন বার্সায়। সাদিও মানে গেছেন লিভারপুল থেকে বায়ার্নে। ২০২০-২১ এর সর্বোচ্চ গোলদাতা হালান্ড গেছেন ডর্টমুন্ড থেকে সিটিতে। গতবার পোর্তোর হয়ে ছয় গোল করা ডারউইন নুনেজ এসেছেন লিভারপুলে। ২০১৭ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগ খেলবেন ইব্রাহিমোভিচ, এসি মিলানের হয়ে।

    আরও যা জানা প্রয়োজন 

    এবার ফাইনাল হচ্ছে ইস্তাম্বুলে, কোভিডের জন্য ২০২০ ও ২০২১ এ সেখানে হয়নি ফাইনাল। কোনো রাশিয়ান দল থাকছে না এবার। তবে ইউক্রনের হয়ে থাকছে শাখতার। যুদ্ধের জন্য দোনেতস্কে নিজেদের মাঠে অবশ্য গ্রুপ ম্যাচ খেলতে পারবে না তারা। খেলতে হবে ১ হাজার দূরের মাইলের পোল্যান্ডে।