• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    ব্রাজিলের একাদশ নিয়ে তিতের 'রহস্য'

    ব্রাজিলের একাদশ নিয়ে তিতের 'রহস্য'    

    বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন কাতারে পৌঁছে গেছে ব্রাজিল, সবার শেষ দল হিসেবে। ইতালির তুরিনে পাঁচ দিন ক্যাম্প করার পর উড়ে এসেছে কাতারে। এর মধ্যে মাঠে অনুশীলনও শুরু করে দিয়েছে। বড় কোনো চোটের সমস্যা নেই দলে, নেইমাররা তাই বেশ ফুরফুরে। তবে বৃহস্পতিবার প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে একাদশে কারা থাকবেন, অনুশীলনের পরও তার আভাস সেরকম পাওয়া যাচ্ছে না। এখনো তাই একাদশ নিয়ে আছে ধোঁয়াশা। 

    যে ২৬ জন খেলোয়াড় নিয়ে কাতারে এসেছেন তিতে, তাদের সবাই কমবেশি সুস্থ আছেন। তিতের হাতে তাই পছন্দের সব অপশনই আছে। কিন্তু প্রথম ম্যাচে একাদশে কারা থাকবেন? শোনা যাচ্ছে, বাম প্রান্তে ভিনিসিয়াসকে না নামিয়ে সে জায়গায় অতিরিক্ত একজন লেফট সাইডেড মিডফিল্ডার খেলাতে পারেন তিতে। আবার কাসেমিরোর সঙ্গে ফ্রেড নাকি ব্রুনো গুইমারেস, তা নিয়েও আছে প্রশ্ন। নেইমার কি ওপরে ফ্রি ফ্লোয়িং হিসেবে খেলবেন? পাকেতার কি জায়গা হবে একাদশে? মূল স্ট্রাইকার হিসেবে রিচার্লিসন না জেসুস? আবার রক্ষণে দুই ফুলব্যাক অপশনে কারা খেলবেন? সান্দ্রো, দানি আলভেস, তেলেসদের কেউ নাকি মিলিতাওয়ের মতো মেকশিফট অপশন? এমন অনেক প্রশ্ন এখনো খোলাসা হয়নি তিতের অনুশীলনের পরও। 

    অনুশীলনের পর সান্দ্রোও বলেছেন, তারাও একাদশ নিয়ে কিছু জানেন না, 'আমাদের কোনো আইডিয়া নেই একাদশে কারা থাকবে। দেখা যাক কোচ কীভাবে বেছে নেন। তবে একটা ব্যাপার নিশ্চিত, আমরা দলের পরিকল্পনা খুব ভালো জানি। আমরা সবাই তৈরি আছি মাঠে নামার জন্য।' অন্য দলের অনুশীলনে মূল একাদশের ছাপ পাওয়া গেলেও ব্রাজিলের অনুশীলনের পর এখনো সেরকম কিছুর আভাস পাওয়া যায়নি।