• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    যা ঘটেছিল 'গ্রুপ অফ ডেথ'-এর শেষদিনে

    যা ঘটেছিল 'গ্রুপ অফ ডেথ'-এর শেষদিনে    

    বৃহস্পতিবার গ্রুপ ‘ই’-র শেষ রাউন্ডের রোলারকোস্টারে প্রতিটি দলই ম্যাচের একটা সময় নকআউটের পথে ছিল, প্রতিটি দলই ছিল বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে। গ্রুপ অব ডেথের শেষ ৯০ মিনিট কীভাবে নাটকীয়তা ছড়িয়েছে, তার ধারা বিবরণী- 

    ম্যাচের আগে চার দলের পয়েন্ট: স্পেন ৪, জাপান ৩, কোস্টারিকা ৩, জার্মানি ১। 

    ১০' জার্মানি ১:০ কোস্টারিকা (শীর্ষে স্পেন, জার্মানি দুইয়ে) 

    ১১' স্পেন ১:০ জাপান (শীর্ষে স্পেন, জার্মানি দুইয়ে) 

    প্রথমার্ধ শেষে: নকআউট স্পটে স্পেন ও জার্মানি। 

    ৪৮' স্পেন ১:১ জাপান (শীর্ষে স্পেন, জার্মানি দুইয়ে)

    ৫১' স্পেন ১:২ জাপান (শীর্ষে জাপান, স্পেন দুইয়ে)

    ৫৮' জার্মানি ১:১ কোস্টারিকা (শীর্ষে জাপান, স্পেন দুইয়ে)

    ৭০' জার্মানি ১:২ কোস্টারিকা (শীর্ষে জাপান, কোস্টারিকা দুইয়ে; স্পেন ও জার্মানি বাদ পড়ার পথে)

    ৭৩' জার্মানি ২:২ কোস্টারিকা (শীর্ষে জাপান, স্পেন আবার দুইয়ে) 

    স্পেন পরবর্তী গোল দিলে তারা আবার শীর্ষে ফিরবে, জাপান চলে যাবে দুইয়ে 

    ৮৫' জার্মানি ৩:২ কোস্টারিকা (শীর্ষে জাপান, স্পেন দুইয়ে)

    স্পেন পরবর্তী গোল দিলে তারা শীর্ষে ফিরবে, তবে দুইয়ে চলে আসবে জার্মানি। গোল ব্যবধানে স্পেনের চেয়ে অনেক পিছিয়ে থাকা জার্মানির নকআউটের পথ একটিই- স্পেন ও জাপানের মধ্যকার ড্র। 

    ৮৯' জার্মানি ৪:২ কোস্টারিকা (শীর্ষে জাপান, স্পেন দুইয়ে; একটি স্প্যানিশ গোলের জন্য অপেক্ষা করছে জার্মানি) 

    নির্ধারিত সময় শেষে:

    স্পেন ১:২ জাপান

    জার্মানি ৪:২ কোস্টারিকা

    টেবিল:

    জাপান: ৬ পয়েন্ট (গ্রুপ চ্যাম্পিয়ন) 

    স্পেন: ৪ পয়েন্ট (গ্রুপ রানার্স-আপ)

    জার্মানি: ৪ পয়েন্ট (গোল ব্যবধানে তৃতীয়) 

    কোস্টারিকা: ৩ পয়েন্ট (চতুর্থ)