• ফিফা বিশ্বকাপ ২০২২
  • " />

     

    মেসিকে কী পরিয়ে দিয়েছিলেন কাতারের আমির?

    মেসিকে কী পরিয়ে দিয়েছিলেন কাতারের আমির?    

    বিজয়ীর বেশে লিওনেল মেসি উঠলেন পোডিয়ামে। হাতে নেবেন বিশ্বকাপ, তবে তার সামান্য অপেক্ষা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কানে কানে কিছু একটা বললেন মেসিকে। এরপর কাতারের আমির এগিয়ে গেলেন তার দিকে। কালো রঙের একটা পোশাক বের করে পরিয়ে দিলেন। সেই পোশাকেই মেসি নিলেন পরম আরাধ্য বিশ্বকাপের ট্রফি, বিশ্বকাপের সঙ্গে অমর হয়ে রইল যে ছবি। কিন্তু এই পোশাকটা আসলে কী?

    আরবী ভাষায় এই পোশাকের নাম বিশত। এই পোশাক বহু বছর ধরে আরবের ঐতিহ্যবাহী, মূলত বড় উৎসব ও বিশেষ উপলক্ষে পরা হয় এই পোশাক। বিয়েশাদী ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও অনেক আয়োজনে এই পশাক পরা হয়। এই পোশাক দিয়ে বীরদের সম্মান জানানোর একটা রীতিই আছে। সেই সুযোগটাই নিয়েছে কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটি, মেসিকে এই পোশাক দিয়ে বীরোচিত সংবর্ধনা জানিয়েছে। 

    কিন্তু বিশ্বকাপে এমন পোশাক পরার কি রীতি আছে? আগের বিশ্বকাপগুলোতে সেভাবে দেখা যায়নি। মেসিকে দিয়ে নতুন একটা রীতি শুরু করল কাতার।