ব্রিজ থেকে ভক্তের লাফ: যে কারণে বাসে হলো না মেসিদের প্যারেড
কথা ছিল ছাদখোলা বাসে মেসিরা পুরো বুয়েনস এইরেস ঘুরবেন। শেষ করবেন এইরেসের প্রাণকেন্দ্র ওবেলিস্কে এসে। কিন্তু শুরু করেও আর প্যারেড শেষ করতে পারেননি বিশ্বকাপজয়ী আর্জেন্টনা। কিন্তু অনাকাঙ্খিত ঘটনার জন্য শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে প্যারেড করতে হয়েছে মেসিদের।
সোমবার স্থানীয় সময় ভোরে বুয়েনস এইরেসে এসে পৌঁছায় মেসিদের বিমান। এরপর বিশ্রাম ও ঘুম শেষে মঙ্গলবার সকালে শুরু হয় প্যারেড। বিশ্বকাপ ট্রফি নিয়ে মেসিরা বাসে উঠে পড়েন। কথা ছিল মিছিলের শেষ হবে শহরের প্রাণকেন্দ্র ওবেলিস্ক চত্বরে। আর্জেন্টিনা মিডিয়া জানাচ্ছে, সব মিলে ৪০ লাখ লোক কাল রাস্তায় নেমে এসেছিলেন মেসিদের অভিবাদন জানানোর জন্য। ওবেলিস্কের বিশাল চত্বরে তিল ধারণের ঠাঁই ছিল না।
শুরুতে এক রুটে যাওয়ার থাকলেও ভিড়ের কারণে পরে রুট বদল করা হয়। কিন্তু এর মধ্যে ঘটে যায় এক অনাকাঙ্খিত ঘটনা। একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওভারব্রিজ থেকে মেসিদের বাসের ওপর লাফ দেন দুই ভক্ত। একজন বাসে পড়লেও আরেকজন ছিটকে বাইরে পড়ে যান। সেই সাথে জন্তার চাপ অনেক বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় ফেডারেশন ও সরকার। মেসিদের পরে হেলিকপ্টারে করে পুরো শহর প্রদক্ষিণ করানো হয়।
এরপর মেসি চলে যান নিজ শহর রোজারিওতে। রাতে সেখানে পৌঁছান, তখন তাকে বরণ করে নেওয়া হয় উষ্ণ সংবর্ধনায়।