• ক্লাব ফুটবল
  • " />

     

    জেরার্ড, ল্যাম্পার্ড, লোপেতেগি: এ মৌসুমে বরখাস্ত হয়েছেন যেসব ম্যানেজার

    জেরার্ড, ল্যাম্পার্ড, লোপেতেগি: এ মৌসুমে বরখাস্ত হয়েছেন যেসব ম্যানেজার    

    ধুঁকতে থাকা এভারটনের কোচের পদ থেকে শেষ পর্যন্ত অব্যাহতি পেয়েই গেলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। এই ইংল্যান্ড কিংবদন্তির আগেই অবশ্য বরখাস্ত হয়েছেন তার সাবেক সতীর্থ স্টিভেন জেরার্ড। শুধু এই দুজন না, অর্ধেক মৌসুমেই বরখাস্ত হওয়ার মিছিলে যোগ দিয়েছেন আরও অনেক ম্যানেজার। চলুন দেখে নেওয়া যাক ইউরোপের শীর্ষ লিগগুলো থেকে ২০২২-২৩ মৌসুমের উল্লেখযোগ্য সব বরখাস্তের ঘটনা-

    জুলেন লোপেতেগি (সেভিয়া)

    খেলোয়াড়ি জীবনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলেরই জার্সি গায়ে দেওয়া লোপেতেগি সেভিয়ার দায়িত্ব নিয়েছিলেন ২০১৯ সালে। প্রথম মৌসুমেই দলকে জিতিয়েছিলেন ইউরোপা লিগ, নিশ্চিত করেছিলেন শীর্ষ চারও। সবকিছু ঠিকমতোই চলছিল। কিন্তু এ মৌসুমের শুরুতে হুট করে উল্টো পথে হাঁটা শুরু করে তার দল। আট ম্যাচে পাঁচ হার নিয়ে রেলিগেশন জোনে চলে যায় সেভিয়া। ফলস্বরূপ অক্টোবরের শুরুতেই বরখাস্ত হন লোপেতেগি। তবে বেশিদিন বেকার বসে থাকতে হয়নি এই স্প্যানিয়ার্ডের। এক মাসের মধ্যে প্রিমিয়ার লিগ ক্লাব উলভসের দায়িত্ব পান তিনি।

    টমাস টুখেল (চেলসি)

    মৌসুমের সবচেয়ে অবাক করা বরখাস্তের ঘটনা। চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই জার্মান কোচকে বিদায় দেওয়ার কথা কল্পনা করেনি চেলসি ভক্তরাও। এটা সত্য, এই মৌসুমের শুরুটা ঠিক আশানুরূপ হয়নি চেলসি ও টুখেলের জন্য। কিন্তু মাঠের ফুটবলের জন্য আসলে তিনি বরখাস্ত হননি। ক্লাবের নতুন মালিক টড বোয়েহলির সঙ্গে বনিবনা না হওয়াতেই রাস্তা দেখতে হয়েছে এই স্বনামধন্য কোচের।

    স্কট পার্কার (বোর্নমাউথ)

    সাবেক ইংল্যান্ড তারকা পার্কারকে দেখা হচ্ছিল ইংলিশ কোচদের নতুন প্রজন্মের একজন পোস্টার বয় হিসেবে। ফুলহামকে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে এনে আবার রেলিগেটেড হয়েছেন। ফুলহাম থেকে বরখাস্ত হওয়ার পরদিনই আবার দায়িত্ব পান বোর্নমাউথের। এই ক্লাবকেও ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন থেকে তুলে আনেন প্রিমিয়ার লিগে। কিন্তু মৌসুমের শুরুতে কয়েকটি ম্যাচে বড় ব্যবধানে হারার পর তিনি ক্লাবের দলবদল পলিসির সমালোচনা করেন। ফলস্বরূপ বরখাস্ত হন তৎক্ষণাৎ।  

    স্টিভেন জেরার্ড (অ্যাস্টন ভিলা)

    লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডের কোচিং ক্যারিয়ারের সাফল্যের সঙ্গেই শুরু হয়েছিল। রেঞ্জার্সকে নয় বছর পর জিতেছিলেন লিগ শিরোপা। প্রিমিয়ার লিগে এসেও শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু এ মৌসুমে দলবদল বাজারে যথেষ্ট খরচ করার পরও মাঠের ফুটবলে ফলাফল বের করতে পারছিল না তার ভিলা দল। কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি, সাথে কিছু খেলোয়াড়ের সঙ্গে সম্পর্ক বিষিয়ে উঠা; মৌসুমের শুরুতেই ভিলা পার্কে তার শেষ দেখে ফেলেছিল ভক্তরা। ২০শে অক্টোবর তাকে চাকরিচ্যুত করে ক্লাব কর্তৃপক্ষ।

    ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড (এভারটন)

    চেলসি কিংবদন্তি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আসলে কখনোই ঠিক কোচিংয়ে মুনশিয়ানার পরিচয় দিতে পারেননি। চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর একবছর কোনো চাকরি পাননি। শেষ পর্যন্ত ২০২২ সালের জানুয়ারিতে দায়িত্ব নেন ধুঁকতে থাকা এভারটনের। সে মৌসুমে কোনোমতে রেলিগেশনের হাত থেকে রক্ষা পাওয়া এভারটন এ মৌসুমেও হাঁটতে শুরু করে একই পথে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ২০ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট আনা ল্যাম্পার্ডকে শেষ পর্যন্ত বরখাস্ত করতে বাধ্য হয় বোর্ড। ল্যাম্পার্ড দায়িত্ব নেওয়ার পর লিগে ৩৮ ম্যাচ খেলে এভারটন মোট পয়েন্ট কুড়িয়েছে ৩৫।

    বিশেষ উল্লেখ: 

    রালফ হাজনহুটল (সাউদাম্পটন)

    ব্রুনো লাজ (উলভস)