• ফুটবল, অন্যান্য
  • " />

     

    হালান্ড, লেভা, ওসিমহেন: এ মৌসুমে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা

    হালান্ড, লেভা, ওসিমহেন: এ মৌসুমে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা    

    ইউরোপীয় মৌসুম সবে মাঝপথ পেরিয়েছে। শীর্ষ লিগগুলোর টেবিলে ইতোমধ্যে গত মৌসুমের তুলনায় অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। তিনটি লিগ এবার নতুন চ্যাম্পিয়নের দেখা পেতে পারে। মজার বিষয় হচ্ছে, শীর্ষ পাঁচ লিগে গতবার যারা গোল্ডেন বুট জিতেছেন, তাদের কেউই এবার সে লিগে গোল্ডেন বুটের দৌড়ে নেই। পাঁচটি লিগই তাই এবার নতুন গোল্ডেন বুটজয়ীর দেখা পেতে পারে। এরমধ্যে কয়েকজন ভাঙতে পারেন কিছু রেকর্ডও।  

    চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শীর্ষ গোলদাতা কারা- 

    প্রিমিয়ার লিগ: আর্লিং হালান্ড 

    শুধু প্রিমিয়ার লিগ না, পুরো ইউরোপেই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলের মালিক আর্লিং হালান্ড। মৌসুম শেষেও এই তালিকায় তার দুইয়ে নেমে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। লিগে ইতোমধ্যে ২৫ গোল করেছেন হালান্ড, যা গত মৌসুমের গোল্ডেন বুটজয়ীর মোট গোলসংখ্যার (২৩) চেয়ে বেশি। লিগে এখনো বাকি রয়েছে ১৮ ম্যাচ। 

    প্রিমিয়ার লিগে তালিকার দুইয়ে রয়েছেন হ্যারি কেইন (১৬ গোল)। হালান্ডের চেয়ে নয় গোলে পিছিয়ে থাকলেও এই স্পার্স তারকাও দুর্দান্ত ছন্দে রয়েছেন। এই ধারায় এগোলে মৌসুমে ৩০ গোলের মাইলফলক ছুঁতে পারেন তিনি। হালান্ড ব্যতীত ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কোনো খেলোয়াড়ই এ মৌসুমে তার চেয়ে বেশি গোল করেননি। 

    লা লিগা: রবার্ট লেভানডফস্কি 

    বয়সের ছাপ এখনো দেখা যাচ্ছে না রবার্ট লেভানডফস্কির খেলায়। সামনের আগস্টে ৩৫-এ পা রাখতে যাওয়া এই পোলিশ স্ট্রাইকার এ মৌসুমে লিগ বদলেছেন, কিন্তু গোলের অভ্যাস বদলাননি। বার্সেলোনার জার্সিতে লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে করেছেন ১৪ গোল, যার মধ্যে পেনাল্টিতে গোল নেই একটিও। এই তালিকার দুইয়ে অবশ্য একটি অপ্রত্যাশিত নাম, বার্সার নগর-প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বর্ষীয়ান স্ট্রাইকার জোসেলো (১১ গোল)। আর গোল্ডেন বুটের দৌড়ে লেভার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, করিম বেনজেমা করেছেন নয় গোল। 

    সিরি আ: ভিক্টর ওসিমহেন

    কোনো আফ্রিকান খেলোয়াড় কখনো সিরি আ’র শীর্ষ গোলদাতা হতে পারেননি। এবার সম্ভবত সেই ধারা ভাঙতে যাচ্ছে। বর্তমানে, ১৬ ম্যাচে ১৪ গোল করা নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন অবস্থান করছেন লিগের বাকি সব ফরওয়ার্ডদের উপরে। সবার উপরে অবস্থান করছে তার ক্লাবও। ১৩ পয়েন্টের ব্যবধানে টেবিলের শীর্ষে থাকা নাপোলির দুর্দান্ত ছন্দের নেপথ্য নায়কদের একজন ওসিমহেন। 

    ওসিমহেনের পরে দুইয়ে অবস্থান করছেন আরেকজন আফ্রিকান স্ট্রাইকার। আদেমোলা লোকমান। তিনিও নাইজেরিয়ান। পূর্বে লেস্টার সিটিতে খেলা এই স্ট্রাইকার আটালান্টার হয়ে তার প্রথম মৌসুমেই ১৯ ম্যাচে ১২ গোল করেছেন এখন পর্যন্ত। 

    বুন্দেসলিগা: নিকলাস ফুলকর্গ 

    গত মৌসুমে বুন্দেসলিগার দুই শীর্ষ গোলদাতা এবার মাতাচ্ছেন ইউরোপের দুই শীর্ষ লিগ। এই সুযোগে বুন্দেসলিগায় রাজত্ব করছেন একজন অপ্রত্যাশিত তারকা। ২৯ বছর বয়সী ফুলকর্গ গত মৌসুমে খেলেছেন জার্মানির দ্বিতীয় ডিভিশনে। সেখানেও ঠিক শীর্ষ গোলদাতা ছিলেন না। পুরো মৌসুমে করেছেন ১৯ গোল, যেই গোলট্যালি এবার হয়তো ছাপিয়ে যাবেন জার্মানির শীর্ষ লিগে। তার ১৭ ম্যাচে করা ১৩ গোলের উপর ভর করে নবাগত ব্রেমেন এখন অবস্থান করছে টেবিলের দশম স্থানে। 

    ১২ গোল নিয়ে বুন্দেসলিগায় দুইয়ে রয়েছেন বর্তমান লাইপজিগ ও ভবিষ্যৎ চেলসি ফরওয়ার্ড ক্রিশ্চোফার উঙ্কুঙ্কু। 

    লিগ ওয়ান: ফ্লোরিয়ান ব্যালোগান 

    মেসি-নেইমার-এমবাপের লিগে এই মুহূর্তে গোলদাতার তালিকায় সবার উপরে অবস্থান করছেন আর্সেনালের (!) একজন তরুণ স্ট্রাইকার। ২১ বছর বয়সী ব্যালোগান বর্তমানে ফরাসি দল রাসে খেলছেন লোনে। দুর্দান্ত ছন্দে থাকা ব্যালোগান সর্বশেষ ম্যাচেই লরিয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে ছাড়িয়ে গেছেন নেইমার ও এমবাপেকে। ২০ ম্যাচে ব্যালোগানের গোলসংখ্যা এখন ১৪। তার চেয়ে এক গোল কম নিয়ে দুইয়ে অবস্থান করছেন কিলিয়ান এমবাপে। দুই গোল কম নিয়ে তিনে অবস্থান করছেন নেইমার।