• আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দলে নেই মাহমুদউল্লাহ

    আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের দলে নেই মাহমুদউল্লাহ    

    বাংলাদেশে প্রথমবারের মত পূর্ণাঙ্গ সফরে আসছে আয়ারল্যান্ড। এর আগে ২০০৮ সালে ৩টি ওয়ানডে খেলতে এসেছিল আয়ারল্যান্ড। টেস্ট স্ট্যাটাস পাওয়া পর বাংলাদেশে এটাই তাদের প্রথম সফর। সেই সফরকে সামনে রেখে ১৬ সদস্য নিয়ে ঘোষিত দলে রয়েছে বিশ্বয়সূচক অনুপস্থিতি।

    বাংলাদেশের মিডল অর্ডারে বহু বছর ধরে স্তম্ভ হয়ে থাকার পর তাকে নিয়ে শেষ কয়েক মাসে অনেক প্রশ্ন ওঠায় এবার দল থেকে বাদ পড়েছেন মাহমুদউউল্লাহ রিয়াদ। তবে ইংল্যান্ড সিরিজের দল থেকে উইকেটের মাঝে থেকেও বাদ পড়েছেন তাইজুল ইসলাম।

    ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সেই সাথে ইংল্যান্ড সিরিজের দলে না থাকা ইয়াসির আলী ও শরিফুল ইসলামকেও আবার ডাকা হয়েছে দলে।

    এক নজরে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলদেশ স্কোয়াড:

    তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, জাকির হাসান।