• ইংল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    মানসিকতার বদল ও ভয়ডরহীন ক্রিকেটেই এসেছে ইংল্যান্ড-জয়

    মানসিকতার বদল ও ভয়ডরহীন ক্রিকেটেই এসেছে ইংল্যান্ড-জয়    

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে, খুব বেশিদিন হয়নি। বাংলাদেশ মনে রাখার মতো কিছু করতে পারেনি আর ইংল্যান্ড ফিরেছে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। সেই বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে প্রথম দুই ম্যাচেই হারিয়ে দেওয়া-বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটা ব্যাপারই। সেজন্য মেহেদী হাসান মিরাজ বললেন মানসিকতার বদলের কথা। ভয়ডরহীন ক্রিকেট খেলেই এই সাফল্য এসেছে, মনে করেন মিরাজ। 

    কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই বদলে যাওয়া মানসিকতা নিয়ে কথা বলছিলেন ম্যাচসেরা মিরাজ,' টি-টোয়েন্টিতে আসলে খুব বেশি চিন্তা করার কিছু নেই। এখানে ধরে খেলার কিছু নেই। এখানে ঝুঁকি নিয়েই প্রতিটি বল খেলতে হয়। আমাদের সবাই যারা আছে তাদের মেন্টালিটি চেঞ্জ করেছে। নতুন অনেকে আসছে, ওরা ভালো খেলছে। তৌহিদ হৃদয়কে দেখে মনে হয়না সে মাত্র শুরু করেছে। শান্তকে নিয়ে অনেকে অনেক কথা বলছে, কিন্তু সে এখন ধারাবাহিকভাবে ভালো খেলছে। বিশ্বকাপ, বিপিএলের পর ইংল্যাণ্ড সিরিজেও ভালো করেছে, নিজেকে মানসিকভাবে শক্ত করেছে। এই ছোট ছোট পরিবর্তনগুলো দলের জন্য অনেক কাজে দিচ্ছে।'

    ঘরের মাঠে অবশ্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলকে বাংলাদেশ টি-টোয়েন্টিতে হারিয়েছে, সেটাও বেশিদিন হয়নি। এবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার যে কোনো ফরম্যাটে সিরিজ জয় হলো। মিরাজ বললেন, সেটা তাদের জন্য বাড়তি প্রেরণা হিসেবে কাজ করেছে। 'বড় দলগুলোর সাথে খেললে আমরা কিন্তু বাড়তি উদ্দীপ্ত থাকি। আমাদের হারানোর কিছু ছিল না, পাওয়ার অনেক কিছু থাকে। আমরা যে সাহস নিয়ে খেলেছি, সেটা আমাদের অনেক বেশি সাহস যুগিয়েছে।' 

    'একটা ব্যাপার দেখেন, ওরা শুরুটা খুবই ভালো করেছে। সাকিব ভাই আবার ব্রেকথ্রু দিল, হাসান মাহমুদ আবার দিল। একটা টি-টোয়েন্টি ম্যাচে এক দুই ওভার পর পর উইকেট পড়লে এটা মোমেন্টাম চেঞ্জ করে দেয়। ওভারল আমাদের বোলার যারা ছিল, সবাই খুব ভালো করেছে। উইকেট যতটা টার্ন করছিল, কিন্তু খেলা যাচ্ছিল না তা না। আমাদের বোলাররা কামব্যাক করেছে, তাতে কাজটা সহজ হয়ে গেছে। অধিনায়ক বার বার ড্রেসিংরুমে বলছিলেন, খুশি হওয়ার কিছু নেই, খেলা শেষ হওয়ার পর উপভোগ করব।'

    কাল বাংলাদেশের ম্যাচ-আপের ঝোঁক দেখা গেছে আবার। মিরাজ যেমন লেফট-রাইট কম্বিনেশনের জন্য ওপরে এসেছিলেন ব্যাটিং অর্ডারের, ব্যাটিংয়ে আমাদের পরিকল্পনা ছিল যেন রাইট লেফট কম্বিনেশন রাখার। আমাকে বলা হয়েছে নরম্যাল ক্রিকেট খেলার।' আবার বোলিংয়েও ইংলান্ডের বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য পার্ট টাইম অফ স্পিনারদের এনেছেন সাকিব। মিরাজ সেটার ব্যাখ্যাও দিলেন,  'ক্যাপ্টেন যেহেতু চিন্তা করছিল দুজন লেফট হ্যান্ডি ক্রিজে ছিল তাই আফিফ-শান্তকে দিয়ে এক ওভার করানো। এখানে আসলে এক্সপেরিমেন্টের কিছু নাই। ওরা ভালো করবে বলেই ওদের দিয়ে করানো হয়েছে।'