• আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর
  • " />

     

    সাকিব-হৃদয়ের শতরানের জুটি, মারকুটে মুশফিকে চড়ে বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে স্কোর

    সাকিব-হৃদয়ের শতরানের জুটি, মারকুটে মুশফিকে চড়ে বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে স্কোর    

    ১ম ওয়ানডে, সিলেট (টস-আয়ারল্যান্ড/বোলিং)
    বাংলাদেশ- ৩৩৮/৮, ৫০ ওভার (সাকিব ৯৩, হৃদয় ৯২, মুশফিক ৪৪, হিউম ৪/৬০, ম্যাকব্রাইন ১/৪৭, ক্যাম্ফার ১/৫৬)

    টসে হেরে ব্যাট করতে নেমে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ পেল বাংলাদেশ। সাকিব আল হাসান-তৌহিদ হৃদয়ের ১৩৫ রানের জুটির পরে মুশফিকুর রহিমের তান্ডবে আয়ারল্যান্ডকে বিশাল এক চ্যালেঞ্জই ছুঁড়ে দিল বাংলাদেশ।

    অথচ ব্যাটিং পাওয়ারপ্লের মধ্যেই দুই ওপেনারকে ফিরিয়ে শুরুটা ভালই করেছিল আয়ারল্যান্ড। তৃতীয় ওভারেই মাত্র ৩ রানে তামিম ইকবাল ফেরার পর লিটন দাস স্বাচ্ছন্দ্যে খেলতে থাকলেও দশম ওভারে কার্টিস ক্যাম্ফারের বলে কাভারে ক্যাচ অনুশীলনের সুযোগ করে দিয়ে ৩১ বলে ২৬ রান শেষে থামেন তিনি। সেখান থেকেই ইনিংসের দায়িত্ব বুঝে নেন সাকিব, প্রান্ত বদলের চেষ্টা করে তাকে সঙ্গ দিতে থাকেন নাজমুল হোসেন শান্ত

    প্রথম দিকে সাকিব বেশ নড়বড়ে থাকলেও শান্ত অন্য প্রান্তে উইকেট বুঝেই খেলার চেষ্টা করছিলেন। তবে ১৭তম ওভারে হুট করেই মনোযোগ হারিয়ে ম্যাকব্রাইনের বলে স্টাম্প খুইয়ে বসেন ৩৪ বলে ২৫ রানে থাকা শান্ত। এরপর পাঁচে নেমেই অভিষিক্ত হৃদয় যেন ভয়ডরহীন ক্রিকেটের বার্তাই দেন। তার সাথে থাকা সাকিব ২৪ রানে থেকে সেই সাথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছুঁয়ে ফেলেন ৭০০০ ওয়ানডে রানের মাইলফলক। সেখান থেকেই ৬৫ বলে সাকিব পেয়ে যান নিজের ৫৩তম ওয়ানডে ফিফটির দেখা। ইনিংসে গিয়ার পাল্টান ফিফটি পাওয়ার পরপরই। টেক্টরের করা ৩৫তম ওভার থেকে ৫টি চারে সাকিব নেন ২২ রান! সাকিবের উৎসাহে হৃদয় নিজের প্রথম আন্তর্জাতিক ফিফটি পেয়ে যান ৫৫ বলে।

    ৩৮তম ওভারে এসে সেই আক্রমণের ধারা বজায় রাখতে গিয়ে সাকিব ফেরেন ৮৯ বলে ৯৩ রান শেষে হিউমের শিকার হয়ে। ফুল লেংথের সেই বল খেলতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে নিজের কাল ডেকে আনলে অন্য প্রান্তে থাকা হৃদয় এগিয়ে যান সেঞ্চুরির দিকে। উইকেটে এসেই ঝড় তুলে তাকে যোগ্য সঙ্গ দেন মুশফিক। তবে দুজনেই আশাহত হয়ে ফেরেন মাইলফলকের কাছে গিয়েই। হিউমের শিকার হয়ে ২৬ বলে ৪৪ রান শেষে মুশফিক ফেরার পর এক বলের মধ্যেই দারুণ এক ইয়র্কারে স্টাম্প খুইয়ে ৮৫ বলে ৯২ রান শেষ থামেন হৃদয়। শেষদিকে হিউম দারুণ বল করলেও নাসুম আহমেদের ৭ বলে ১১* রানে বাংলাদেশ তাই পেয়েছে নিজেদের সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ।