• আইপিএল ২০২৩
  • " />

     

    ক্লাসেন-সামাদের জবাবে মানকাড-পুরান ঝড়ে প্লে অফের আশা উজ্জ্বল লখনৌর

    ক্লাসেন-সামাদের জবাবে মানকাড-পুরান ঝড়ে প্লে অফের আশা উজ্জ্বল লখনৌর    

    উঁজিটা লড়াই করার মতো ছিল সানরাইজার্স। এবারের আইপিএলে তাদের সেরা ব্যাটসম্যান হেইনরিখ ক্লাসেনের ২৯ বলে ৪৭ এবং আবদুল সামাদের ৩৭ রানে ভর করে ১৮২ রান করেছিল তারা। সেই রানটা ডিফেন্ড করার দিকে এগিয়ে গিয়েছিল অনেকটাই। কিন্তু অভিষেক শর্মার একটা ওভারেই যেন সব ওলটপালট হয়ে গেল। মার্কাস স্টয়নিস সেই ওভারের প্রথম দুই বলে ছয় মেরে আউট হয়ে যা। এরপর শেষ তিন বলে টানা তিন ছয় মারেন পুরান। সেই ওভার থেকে রান আসে ৩১। ১৩ ওয়ের ওপর উঠে যাওয়া আস্কিং রেট সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত চার বল বাকি থাকলে বলতে গেলে সহজ জয়ই পেয়েছে লখনৌ। 

    এই জয়ের ফলে ১৩ পয়েন্ট নিয়ে চারে রইল লখনৌ। সেই সাথে উজ্জ্বল হলো তাদের প্লে অফের আশা। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে হায়দরাবাদের প্লে অফ সম্ভাবনা শেষই হয়ে গেল ।