• আইপিএল ২০২৩
  • " />

     

    আইপিএলের প্লে অফ: কার কী সমীকরণ?

    আইপিএলের প্লে অফ: কার কী সমীকরণ?    

    আইপিএলের গ্রুপ পর্ব শেষ হওয়ার মাত্র কয়েক ম্যাচ বাকি। এখন পর্যন্ত মাত্র একটা দলই নিশ্চিত হয়েছে প্লে অফে। বাকিদের সামনে কার কী সমীকরণ? 

     

     

    সবার আগে প্রথম ও একমাত্র দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স, পয়েন্ট তালিকায়ও সবার ওপরে থাকছে তারা। কিন্তু পরের তিনটি জায়গা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই। আজ শনিবার আরও দুইটি দল নিশ্চিত করে ফেলতে পারে প্লে অফ। বিকেলে দিল্লী ক্যাপিটালকে চেন্নাই হারালে ও সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সকে লখনৌ সুপার জায়ান্টস হারালে এই দুই দুই চলে যাবে প্লে অফে। 

    এছাড়া প্লে অফে যাওয়ার সম্ভাবনা আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের। বেঙ্গালুরুকে পরের ম্যাচ জিততেই হবে, যদি ৫ রানের কম ব্যবধানে হারলে তাদের সুযোগ থাকবে। মুম্বাইকে হারারতেই হবে সানরাইজার্সকে, ওদিকে প্লে অফের আশা টিকিয়ে রাখার জন্য কলকাতাকে বড় ব্যবধানে হারাতে হবে লখনৌকে। রাজস্থান তাদের শেষ ম্যাচটি খেলে ফেলেছে, ১৪ পয়েন্ট নিয়ে এখনো আশা আছে তাদের। তবে তাদের প্রার্থনা করতে হবে বেঙ্গালুরু ও মুম্বাই যেন নিজেদের শেষ ম্যাচে হেরে যায়।