• আইপিএল ২০১৬
  • " />

     

    "সীমিত ওভারের সেরা মুস্তাফিজ"

    "সীমিত ওভারের সেরা মুস্তাফিজ"    

    এ মুহুর্তে সীমিত ওভারে সেরা পেসার কে? কয়েকজন সাবেক ক্রিকেটার কিন্তু বলছেন মুস্তাফিজুরেরই নাম! ইয়র্কার, কাটার, পেসে পরিবর্তন মিলিয়ে যেন তিনি হয়ে উঠছেন আরও বেশী কঠিন!

    সাবেক ভারতীয় পেসার মনোজ প্রভাকরের মুস্তাফিজের ‘শ্রেষ্ঠত্ব’ নিয়ে যেন প্রশ্নই নেই, ‘কোনো সন্দেহ নেই, মুস্তাফিজই এখন সেরা। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ভাল ইয়র্কার করতে পারে। তবে মুস্তাফিজ এখন শীর্ষে রয়েছে। সে কাটার অনেক দ্রুত করতে পারে, আরও বৈচিত্রও আছে, সমান ভরবেগেই সে এসব করতে পারে!’

     

    আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের উঠতি পেস তারকা। ভারতের প্রায় ‘প্রাণ’হীন পিচগুলোতে মুস্তাফিজের প্রাণবন্ত বোলিংয়েই মুগ্ধ হয়েছেন সবাই। আরেকজন যেমন সাবেক পাকিস্তানী অধিনায়ক রমিজ রাজা, ‘জেমস অ্যান্ডারসন বা ডেল স্টেইনের মতো বোলাররা টেস্টে রয়েছে। তবে, সীমিত ওভারে এখন মুস্তাফিজই সেরা। আমাদের ওয়াহাব রিয়াজও টেস্টেই ভাল করে শুধু।’

     

    আইপিএলের এ আসরে মুস্তাফিজ ৬.৭৪ ইকোনমি রেটে বল করেছেন, উইকেট নিয়েছেন ১৬টি। এর অনেকগুলিই এসেছে গুরুত্বপূর্ণ সব মুহুর্তে। প্রভাকর মুস্তাফিজের মৌলিকতা তুলে ধরতে বলেছেন, ‘যদি সুইং নিয়ন্ত্রনে সমস্যা হয়, তবে আপনাকে ক্রস সিমে বল করতে হবে। তবে মুস্তাফিজের এটা প্রয়োজন হয় না’।

    আর সাবেক ভারতীয় অধিনায়ক কৃষ্ণকামারী শ্রীকান্ত অবশ্য মুস্তাফিজকে আরও পারফর্ম করে যেতে বলছেন, ‘তার চেয়ে ভাল বোলার খুব বেশী নেই এখন। তবে তাকে এখনকার মতোই পারফর্ম করে যেতে হবে, যাতে আমরা তাকে সেরা বলতে পারি। এখন অবশ্য তাকেই সবার চেয়ে এগিয়ে মনে হচ্ছে।’

    সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফের ম্যাচটা চোটের কারণে মিস করেছিলেন মুস্তাফিজ। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাংগালোরের সঙ্গে ফাইনালে নিশ্চয়ই তাঁকে খুব করে চাইবে হায়দরাবাদ! মুস্তাফিজ আজ খেলবেন কি না, সেটা অবশ্য এখনো নিশ্চিত হয়নি। আগের ম্যাচে শেষ ১০ ওভারে ৯৫ রান দিয়েছিল হায়দরাবাদ, শেষ দিকের ওভারে তাঁর অনুপস্থিতিটা ভালোভাবেই টের পেয়েছে।