• ফ্রেঞ্চ ওপেন
  • " />

     

    রেকর্ড গড়ে শেষ চারে জোকোভিচ

    রেকর্ড গড়ে শেষ চারে জোকোভিচ    

    রেকর্ড টানা ষষ্ঠবারের (মোট আটবার) মতো ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠলেন পুরুষ এককের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচ। রোলা গাঁরোয় আজকের বৃষ্টিবিঘ্নিত কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান এই টেনিস তারকা ৬-৩, ৭-৫, ৬-৩ সেটে হারিয়েছেন সপ্তম বাছাই চেক রিপাবলিকের টমাস বেরডিচকে। সেমিতে তাঁর প্রতিপক্ষ তেরোতম বাছাই অস্ট্রেলিয়ার ডমিনিক থিম।

     

     

    এ নিয়ে ৩০টি ‘মেজর’ টুর্নামেন্টের শেষ চারে পৌঁছলেন জোকোভিচ। ‘ওপেন’ যুগে শুধুমাত্র রজার ফেদেরার (৩৯) আর জিমি কনোরেরই (৩১) রয়েছে এরচেয়ে বেশী সেমিফাইনাল খেলার রেকর্ড।

     

    এ পর্যন্ত এগারোটি গ্র্যান্ড স্ল্যাম জেতা হলেও ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা এখনও অধরাই থেকে গেছে টেনিস কোর্টের ‘জোকার’-এর। গ্র্যান্ড স্ল্যামের ষোলোকলাটা এ যাত্রায় পূর্ণ করতে পারলে ছুঁয়ে ফেলবেন আরও একটি রেকর্ড, জিতে যাবেন টানা চারটি গ্র্যান্ড স্ল্যাম। ১৯৬৯ সালে রড লেভারের পর যে কৃতিত্ব আর কেউ দেখাতে পারেন নি।