• কোপা আমেরিকা
  • " />

     

    কোপা-বিশ্বকাপ-কোপা: মেসির কান্নাভেজা রাতে আর্জেন্টিনার ত্রিমুকুট

    কোপা-বিশ্বকাপ-কোপা: মেসির কান্নাভেজা রাতে আর্জেন্টিনার ত্রিমুকুট    

    পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হলো মেসিকে। ডাগ আউটে বসে কাঁদলেন, দলের জন্য মাঠে থাকতে না পেরে। সেখানে বসেই দেখলেন অতিরিক্ত সময়ে লতারো মার্টিনেজের গোলে আরও একটা কোপা আমেরিকার শিরোপার পথে এগিয়ে যেতে। ডি মারিয়ার শেষ ম্যাচ ছিল, ষোল বছরের সতীর্থের বিদায়ের আবেগও ছুঁয়ে গেছে মেসিকে। পরক্ষণেই মেতেছেন চার বছরের মাথায় তৃতীয় শিরোপা জয়ের আনন্দে। 

    ২০২১ সালের কোপা আমেরিকার পর এবারও শতবর্ষী এই মহাদেশীয় লড়াইয়ের শিরোপা জিতল আর্জেন্টিনা। মাঝে ২০২২ সালে বিশ্বকাপ জয়টা যেন 'চেরি অন টপ'। মায়ামিতে অতিরিক্ত সময়ে লতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারাল আলবিসেলেস্তেরা। এই দারুণ যাত্রায় ত্রিমুকুট উঠল আর্জেন্টিনার মাথায়। 

    বিস্তারিত আসছে...