• ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
  • " />

     

    অবশেষে কোহলি!

    অবশেষে কোহলি!    

    অমিত মিশ্রের একমাত্র প্রথম শ্রেণির সেঞ্চুরিটাও ডাবল। দলের বাকী সব 'স্বীকৃত' ব্যাটসম্যানেরও আছে তা। ছিল না শুধু তাঁরই। 

    দলের সেরা ব্যাটসম্যান, সময়েরই তো অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। অথচ তাঁরই এতদিন ছিল না কোনো ডাবল সেঞ্চুরি। শুধু টেস্ট নয়, প্রথম শ্রেণিতেই '২০০' এর দেখা পাননিই তিনি কোনোদিন। অবশেষে গেরোটা খুললেন ভারতীয় অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের সংগে প্রথম টেস্টেই পেয়ে গেলেন সেই কাংখিত ডাবল সেঞ্চুরির দেখা! 

    ভারতীয় অধিনায়ক হিসেবে দেশের বাইরে এখন কোহলিই সর্বোচ্চ স্কোরার। ভেঙ্গে দিয়েছেন মোহাম্মদ আজহারউদ্দীনের ১৯৮৯-৯০ মৌসুমে করা ১৯০ রানের রেকর্ডটা। এখন তাড়া করছেন মাহেন্দ্র সিং ধোনির ভারতীয় অধিনায়ক হিসেবে করা ২২৪ রানের সর্বোচ্চ স্কোরটা। 

    উদযাপনে বিরাট কোহলির সবসময়ই প্রায় মিশে থাকে একটু 'ক্ষিপ্রতা'। অথচ আজ যেন ছিলেন সৌম্যই! আরাধ্য ডাবল সেঞ্চুরি, কোহলির উদযাপনটা হলো শুধু মাঠে চুমু খেয়েই! 

    নতুন কোহলি, নতুন মাইলফলক!