• ইউরো
  • " />

     

    রোনালদোর নামে বিমানবন্দর

    রোনালদোর নামে বিমানবন্দর    

    ব্যক্তিগত ক্যারিয়ারে অর্জনের পাল্লাটা ভারী ছিলই, এবার দেশের হয়ে জিতে গেছেন প্রথম বড় শিরোপা। কেবল তো তাঁরই প্রথম নয়, খোদ পর্তুগালের জন্যই যে শিরোপাটা প্রথম। দেশের সর্বকালের সেরা কিংবদন্তী হওয়ার পথে এগিয়ে গেছেন আরও এক ধাপ। স্বীকৃতটাও তাই রোনালদো পাচ্ছেন বেশ মোটা দাগেই। সে ধারাবাহিকতায় পর্তুগালের একটি বিমানবন্দরের নামকরণ হতে যাচ্ছে তাঁর নামে। পর্তুগালের অন্তর্গত স্বায়ত্তশাসিত অঞ্চল মাদেইরার প্রেসিডেন্ট আজ এ ঘোষণা দিয়েছেন।

     

     

    গতকাল শুক্রবার ঘোষণাটি দেয়ার সময় অঞ্চলটির প্রধান সে অঞ্চলে রোনালদোর কল্যাণে আসা সম্মানের স্বীকৃতিস্বরূপ এ উদ্যোগ গ্রহণের কথা জানান। এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকারের এক নির্বাহী সভায় প্রস্তাবটি অনুমোদন করা হয়।

     

    এদিকে আজ সকালে মাদেইরার রাজধানী ফুনচালে তাঁর নামে চালু হওয়া একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রোনালদো। পেস্তানা গ্রুপের সাথে পর্তুগিজ তারকার যৌথ উদ্যোগে পেস্তানা সিআরসেভেন নামের বিলাসবহুল হোটেলটি পর্যায়ক্রমে লিসবন, মাদ্রিদ ও নিউইয়র্কে চালুর পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।