• লা লিগা
  • " />

     

    "সুয়ারেজ-মেসির বাদ পড়া কেলেঙ্কারি"

    "সুয়ারেজ-মেসির বাদ পড়া কেলেঙ্কারি"    

     

    উয়েফা কিংবা ফিফার বর্ষসেরার তালিকায় থাকা যেন অভ্যাসেই পরিণত করেছেন মেসি। অথচ এবারের উয়েফার সেরা তিনে নাম নেই এই আর্জেন্টাইনের। তিন তো দুরে থাক, মেসির জায়গা হয় নি সেরা চারেও। রোনালদো, গ্রিজম্যান ও বেলের পর তালিকায় রয়েছে সুয়ারেজের নাম; এরপর পঞ্চমে আছেন লিওনেল মেসি। উয়েফার এমন কান্ডে রীতিমত অবাক হয়েছেন বার্সার সহ সভাপতি জর্দি মেস্ত্রে। তালিকায় মেসি, সুয়ারেজের নাম না থাকাকে তিনি অভিহিত করেছেন ‘কেলেঙ্কারি’ বলে।

     

    ফুটবলের গত মৌসুমটা মোটেই খারাপ যায় নি মেসি ও সুয়ারেজের। দু’জনেই বার্সার হয়ে জিতেছেন লা লিগার শিরোপা। তাছাড়া কোপা আমেরিকায় রানার্সআপ হয়েছিল মেসির আর্জেন্টিনা। তাই উয়েফার সেরা তিন নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন মেস্ত্রে, “আমার মনে হয় না এটা ভালো সিদ্ধান্ত ছিল। আমি জানি না কোন দিকগুলো বিবেচনা করে উয়েফা এই তালিকা তৈরি করেছে। কিন্তু মেসি, সুয়ারেজদের মত খেলোয়াড়দের তালিকায় না রাখা নির্ঘাত জঘন্য ব্যাপার। নির্বাচিত তিনজনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমি এটা মানতে পারছি না।”